ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
দুই দিনের সফরে নিজ জেলা পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নাগরপুরে হত্যার ৬ মাস পর লাশ উত্তোলন  বন্দরে মাদক সম্রাট রমজান, বাবুর বিরুদ্ধে পিতাকে মারধরের অভিযোগ আলফাডাঙ্গায় ভুয়া চিকিৎসকের কারাদণ্ড নাটোরে বৈধবালু ব্যবসায়ী ইঞ্জিনিয়ার কাকন ষড়যন্ত্রের শিকার, বাঘায় বেল্লাল মন্ডলের সন্ত্রাসী কর্মকাণ্ডে উত্তাল অঞ্চল ভেড়ামারায় বিনামূল্যে বীজ সার বিতরণ নির্বাচনের মাধ্যমেই জাতির ভাগ্যের ফয়সালা হবে উপজেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন ট্রাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক  সভা অনুষ্ঠিত মনোনয়ন না পেয়ে যা বললেন রুমিন ফারহানা ভেড়ামারায় মাদক প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

দশমিনায় রাতের আধারে বাগানের গাছ কেটে জমি দখল

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি: দশমিনা উপজেলায় বিরোদীয় জমিতে গভীর রাতে বাগানের গাছ কেটে জমি দখলের অভিযোগ উঠেছে। রবিবার রাতে মধ্য চরহোসনাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, উপজেলার বাশঁবাড়িয়া ইউনিয়নের চরহোসনাবাদ গ্রামের ১৩৩নং চরহোসনাবাদ মৌজায় ৭০/২০০৯ ও ৫৮৯/২০১৬ নং দলিল মূলে ও নানার ওয়ারিশ মূলে মিনারা বেগম গং ২১.৩৭ শতাংশ জমির মালিক হয়ে
ভোগদখল করে বাগান বাড়ী নির্মাণ করে।

অপরদিকে পাশ^বর্তী জমির মালিক মোঃ ফোরকান মৃধা একই খতিয়ানে নানার ওয়ারিশ শূত্রে ১৫ শতাংশ জমির মালিক দাবী করে। এতে ওই জমি নিয়ে দির্ঘদীন পর্যন্ত বিরোধ চলে আসছিলো। গতসপ্তাহে মোঃ ফোরকান মৃধা দাবীকৃত ওই জমির দু’পাশের্^ দেয়াল নির্মাণের কাজ করে এবং পাশের জমির মালিক মিনারা বেগম গং’র বাগানের জমি নিজের বলে দাবী
করে।

এ নিয়ে বিরোধ হলে মিমাংসার জন্য উভয় পক্ষ স্থানীয় শালিস বৈঠকের
আয়োজন করে। শালিসগণ উভয় পক্ষকে মিমাংসা না হওয়া পর্যন্ত যার যার অবস্থানে থাকার অনুরোধ করেন। এদিকে, রবিবার রাতে স্থানীয় ১৩/১৪ জন সন্ত্রাসী দিয়ে মিনারা বেগম গং’র বাগানের গাছ কেটে মোঃ ফোরকান মৃধা পাঁকা দেয়াল নির্মাণ করে। মিনারা বেগমকে মামলা না করার জন্য শাসিয়ে যায়।

এ বিষয় মো. ফোরকান মৃধা বলেন, আমি চট্রগ্রামে ব্যাবসা করি, সামনে লকডাউন তাই তরিগরি করে রাতে দেয়াল নির্মান করেছি। এ বিষয় ওসি মো. জসীম বলেন, এ বিষয় কেউ আমার কাছে অভিযোগ করেনি, অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করব।

Tag :
জনপ্রিয় সংবাদ

দুই দিনের সফরে নিজ জেলা পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

দশমিনায় রাতের আধারে বাগানের গাছ কেটে জমি দখল

আপডেট টাইম : ০৫:১০:১০ অপরাহ্ন, সোমবার, ১২ এপ্রিল ২০২১

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি: দশমিনা উপজেলায় বিরোদীয় জমিতে গভীর রাতে বাগানের গাছ কেটে জমি দখলের অভিযোগ উঠেছে। রবিবার রাতে মধ্য চরহোসনাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, উপজেলার বাশঁবাড়িয়া ইউনিয়নের চরহোসনাবাদ গ্রামের ১৩৩নং চরহোসনাবাদ মৌজায় ৭০/২০০৯ ও ৫৮৯/২০১৬ নং দলিল মূলে ও নানার ওয়ারিশ মূলে মিনারা বেগম গং ২১.৩৭ শতাংশ জমির মালিক হয়ে
ভোগদখল করে বাগান বাড়ী নির্মাণ করে।

অপরদিকে পাশ^বর্তী জমির মালিক মোঃ ফোরকান মৃধা একই খতিয়ানে নানার ওয়ারিশ শূত্রে ১৫ শতাংশ জমির মালিক দাবী করে। এতে ওই জমি নিয়ে দির্ঘদীন পর্যন্ত বিরোধ চলে আসছিলো। গতসপ্তাহে মোঃ ফোরকান মৃধা দাবীকৃত ওই জমির দু’পাশের্^ দেয়াল নির্মাণের কাজ করে এবং পাশের জমির মালিক মিনারা বেগম গং’র বাগানের জমি নিজের বলে দাবী
করে।

এ নিয়ে বিরোধ হলে মিমাংসার জন্য উভয় পক্ষ স্থানীয় শালিস বৈঠকের
আয়োজন করে। শালিসগণ উভয় পক্ষকে মিমাংসা না হওয়া পর্যন্ত যার যার অবস্থানে থাকার অনুরোধ করেন। এদিকে, রবিবার রাতে স্থানীয় ১৩/১৪ জন সন্ত্রাসী দিয়ে মিনারা বেগম গং’র বাগানের গাছ কেটে মোঃ ফোরকান মৃধা পাঁকা দেয়াল নির্মাণ করে। মিনারা বেগমকে মামলা না করার জন্য শাসিয়ে যায়।

এ বিষয় মো. ফোরকান মৃধা বলেন, আমি চট্রগ্রামে ব্যাবসা করি, সামনে লকডাউন তাই তরিগরি করে রাতে দেয়াল নির্মান করেছি। এ বিষয় ওসি মো. জসীম বলেন, এ বিষয় কেউ আমার কাছে অভিযোগ করেনি, অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করব।