হেলাল উদ্দিন ,দৌলতপুর(কুষ্টিয়া) ২০২০-২০২১ অর্থবছরে খরিপ-১ মৌসুমে উফশী আউশ ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কুষ্টিয়ার দৌলতপুরে প্রনোদনা কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৯শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে আউশ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
আজ বুধবার সকালে উপজেলা কৃষি অফিস চত্ত্বরে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড.এজাজ আহমেদ মামুন । এসময় উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ টিপু নেওয়াজ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসময় ১৯’শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রত্যেককে ৫ কেজি বীজধান, ডিএপি সার ২০ কেজি ও এমওপি সার ১০ কেজি করে দেওয়া হয়।