1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
রাজশাহী ছাত্রলীগ নেতা আজরাইলের উপর হামলা ​ও দোকান লুট - dailynewsbangla
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বোয়ালমারীতে রাতের আধারে রেলওয়ের গাছ কাঁটতে গিয়ে চাপা পড়ে চা বিক্রিতার  মৃত্যু পুঠিয়ায় কলা বাগান থেকে মিললো যুবকের লাশ রাজশাহীতে সাংবাদিক ছদ্মবেশি মাদক কারবারি ও প্রতারক গ্রেফতার ফারাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা ফি আদায়ের অভিযোগ দৌলতপুরে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ বোয়ালমারীতে যৌথবাহিনীর অভিযানে মাদক কারবারি আটক ঘোড়াঘাটে অনলাইনে প্রতারণা ৫৬ শিক্ষার্থী ফিরে পেল টাকা বোয়ালমারীতে মানুষ কামড়ানো পাগলা ঘোড়াটি মারা গেছে ভেড়ামারায় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: দুইজনকে এক মাসের কারাদণ্ড বোয়ালমারীতে যৌথবাহিনীর অভিযানে মাদক কারবারি আটক

রাজশাহী ছাত্রলীগ নেতা আজরাইলের উপর হামলা ​ও দোকান লুট

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১

রাজশাহীর বাঘায় ছাত্রলীগ নেতাকে গুরুতর ভাবে আহত ও দোকান লুট।


বাঘা(রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলার বাউসা খাগড়বাড়ীয়া ২ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আজরাইল মন্ডল (২৮), পিতাঃ নাজিম মন্ডল ও তার ব্যবসায়ীক পার্টনার বুলবুল আহম্মেদ কে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে মারাত্মক ভাবে আহত করে শো-রুম ( উল্কা গাড়ীর) ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার ( ১৬ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৭ ঘটিকায় বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের খাগড়বাড়ীয়া রাজমনি বাজারে ছাত্রলীগ নেতা আজরাইল ও বুলবুলের যৌথ ব্যবসা প্রতিষ্ঠান “মেসার্স বন্ধু অটো মোটরস্”এ এই ঘটনা ঘটে বলে জানাযায়।

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, সারাদিন রোজা রাখার পর ইফতারি শেষে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে আজরাইল ও বুলবুল বসে থেকে সারাদিনের ক্রয়-বিক্রয়ে হিসাব করছিলো।এমন সময় অসতর্ক মুহূর্তের আশিক (৩০) পিতাঃ নাসির,সাং নূর নগর, বদিউর রহমান (৩৫), পিতাঃমৃত নবির উদ্দিন, সাং খাগড়বাড়ীয়া, হিমেল(৩০),পিতাঃহোসেন কুলি, সজল(৩০), পিতাঃ সেকেন্দার আলী, জুয়েল(২৫), পিতাঃ সাবান আলী, মানিক (২২), পিতাঃ নাজিম, সুজা (৩৫),পিতাঃসাবাজ,রাজিব(২৮),পিতাঃমুস্তাকিন সর্বসাং নূর নগর থানা বাঘা,জেলা রাজশাহীগন লাঠি, লোহার রড,হাতুড়ি, হাঁসুয়া দিয়া আজরাইল কে মারপিট করতে শুরু করে এবং গুরুত ভাবে আহত করে।

আজরাইল এর বন্ধু বুলবুল বাধাদিলে তাকেও তারা এলোপাথাড়ি মারপিট করে। সেই সাথে আজরাইল ও বুলবুলের ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর যোগ্য চালায় এবং দোকানের ক্যাশ বাক্সে থাকা নগদ দুই লক্ষ্য চল্লিশ হাজার টাকা (দুইটি পুরান উল্কা গাড়ি ক্রয়ের জন্য রাখা টাকা) ও নতুন দুই সেট ব্যাটারি সহ দোকানের বাহিরে থাকা পুরাতন উল্কা গাড়ি ( আনুমানিক মূল্য ১.৫লাখ টাকা) নিয়ে চলেযায়।

এই মর্মে আবু সাহীদ (আজরাইলের বড় ভাই) বাদী হয়ে বাঘা থানায় একটি অভিযোগ দায়ের করেন। উল্লেখ্য, আশিকের বেপরোয়া আচরনের বাস্তব উদাহরণ হিসেবে সাম্প্রতিক আড়ানী পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে আড়ানী পৌরসভার ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বজলু কে হত্যার চেষ্টা(যার মামলা চলোমান),তার অনৈতিক কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে থানায় একাধিক অভিযোগ করেছে ভুক্তভোগীরা।

বাঘা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল বারী বলেন, একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ