কুষ্টিয়া ক্যাম্পের র্যাবের একটি চৌকষ অভিযানিক দল অদ্য ২৫ এপ্রিল ২০২১ ইং তারিখ সময় ১৭.৩০ ঘটিকার সময় “কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন আবেদের ঘাট গ্রামস্থ জনৈক মোঃ শাহিনুর ইসলামের চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর’’ একটি মাদক অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে ইয়াবা-৪২৫ পিছ, যাহার আনুমানিক মুল্য অনুমান ২,১২,৫০০/- (দুইলক্ষ বার হাজার পাঁচশত) টাকা, মোবাইল ফোন-০১ পি, সীম কার্ড-০১ টি সহ ১ জন আসামী মোঃ শাকিল খাঁন (২৫), পিতা-মোঃ আফজাল খাঁন, সাং-চিলমারীচর, থানা- দৌলতপুর, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীকে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, এই ধরণের মাদক বিরোধী অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব- ১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন মাদক, অস্ত্রধারী ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।