রেজা মাহমুদ, নীলফামারী জেলা প্রতিমিধি: নীলফামারীর সৈয়দপুরে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মারধর ও বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটে বুধবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর পাঠানপাড়া এলাকায়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই এলাকার আলমগীর হোসেন বাড়ি নির্মাণের জন্য ইটের খোয়া স্তুপ করে রাখেন প্রতিবেশী রশিদুল ইসলামের বাড়ির পাশে। ঘটনার দিন আলমগীর ওই খোয়া আনার জন্য ভ্যানচালক সাজুকে পাঠান। কিন্তু ওই জমি নিয়ে বিরোধ থাকায় এবং বাড়িতে কোন পুরুষ সদস্য না থাকায় রশিদুলের স্ত্রী রিনা বেগম সাজুকে খোয়া তুলতে বাঁধা দেয়।
এতে সাজুর সাথে রিনা ও রশিদুলের ভায়রা লিটনের স্ত্রী লাভলী বেগমেরর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ভ্যানচালক সাজু ক্ষিপ্ত হয়ে রিনা ও লাভলীকে মারধর করে তাদের পরনের জামা-কাপড় ছিঁড়ে ফেলে। ঘটনার সময় বাড়িতে পুরুষরা না থাকায় স্থানীয়রা রিনা ও লাভলীকে আহত অবস্থায় সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করায়। আহতরা চিকিৎসাধিন আছেন।
এদিকে ওই সময় কে বা কারা সাজুর বাড়িতে ইটপাটকেল ছুঁড়ে মারে এবং বাঁশের লাঠি দিয়ে ঘরের বেড়ায় থাকা মিটারে আঘাত করে। এতে বৈদ্যুতিক শটসার্কিটের আগুনে পুড়ে যায় সাজুর বসতবাড়ি। খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রণোবেশ চন্দ্র বাগচি ওরফে দুলাল বাবু ও স্থানীয় মেম্বার ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং উভয়পক্ষকে নিয়ে শালিসী বৈঠক করবেন বলে জানান। তবে মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানান রশিদুলের পরিবার।