1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
দরবারে খুন হওয়া মামলা তুলে নিতে বিভিন্ন কৌশলে হুমকি, সংবাদ সম্মেলনে বলেন বাদী - dailynewsbangla
বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
ঘোড়াঘাটে দম্পতি মিলে ইজিবাইক ছিনতাই গ্রেপ্তার ১ আগামীর বাংলাদেশ কেমন হবে, তা জনগণ নির্ধারণ করবে- ডা. এ জেড এম জাহিদ হোসেন  বরেন্দ্র অঞ্চলে অধিক লাভের আশায় ঝুঁকেছে কচু চাষীরা বোয়ালমারীতে যৌথবাহিনীর অভিযান ইয়াবাসহ ৩ জুয়াড়ি আটক বিএনপির নেত্রী  ফরিদা ইয়াসমিন সড়ক দুর্ঘটনা গুরুতর আহত ভুক্তভোগীর মামলা নিল না পুলিশ, উল্টো সাংবাদিকদের বিরুদ্ধে প্রতারকের মামলা রেকর্ড বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মোহনপুরে আলোচনা সভা বোয়ালমারীতে ছুটি ছাড়াই দুই শিক্ষক অনু উপস্থিত শোকজ ভেড়ামারায় হোমিওপ্যাথিক চিকিৎসকদের মানববন্ধন নারীদের স্বাবলম্বী করতে জীবনতরী টেকনিক্যাল ট্রেনিং একাডেমীতে এসআইসিআইপি প্রকল্পের উদ্বোধন

দরবারে খুন হওয়া মামলা তুলে নিতে বিভিন্ন কৌশলে হুমকি, সংবাদ সম্মেলনে বলেন বাদী

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ২৭ জুন, ২০২১

মোঃ জিল্লুর রহমান: কুষ্টিয়া দৌলতপুর উপজেলার রিফায়েতপুর ইউনিয়নে সম্প্রতি সৈয়দ তাছেরের দরবারে খুন হওয়া স্বেচ্ছাসেবক যুবক রাশেদের নিজ বসত বাড়িতে সংবাদ সম্মেলন করেন। (২৬ জুন শনিবার-২০২১) বিকাল ৫টার সময় সংবাদ সম্মেলনে রাশেদের বাবা আব্দুর রাজ্জাক লিখত বক্তব্য পড়ে শোনান।

এসময় সাবেক এই ইউনিয়ন পরিষদ সদস্য বাদী বলেন, রাশেদ হত্যা মামলার তদন্ত ও পলাতক আসামিদের আটকের বিষয়ে অগ্রগতি চলছিলো, এজাহার ভুক্ত ১০ আসামির ৬ জন ইতোমধ্যে কারাগারে আছে।

দরবারটির প্রধান তাছেরসহ বাকি ৩ আসামিকে গ্রেফতারের প্রক্রিয়া চলছিলো। সনাক্তের চেষ্টা করা হচ্ছিলো অজ্ঞাতদের, এমতাবস্থায় মামলার তদন্ত পুলিশ থেকে এখন সিআইডি নিয়েছে, যে বিষয়ে আমি (মামলার বাদী) অবগত নয়।
মামলা অগ্রগতির বর্তমান পরিস্থিতি সন্তোষজনক নয় দাবি করে আব্দুর রাজ্জাক বলেন, তাকে বিভিন্ন ভাবে আসামি পক্ষ হুমকি দিচ্ছে।

মামলা ভিন্ন দিকে গড়াতে এবং মূল আসামিরা মুক্ত হয়ে যেতে বিভিন্ন কৌশল অবলম্বন করছে সৈয়দ তাছেরসহ অন্যান্যরা, এমন দাবি নিহত রাশেদের বাবা আব্দুর রাজ্জাকের। এবিষয়ে পুলিশের উর্ধতনদের লিখিত ভাবে জানানো হয়েছে বলে জানান তিনি। বিজ্ঞপ্তিতে তিনি জানান, ‘তাছেরের সন্ত্রাসীরা হয় আমাকে হত্যা করবে, না-হয় মামলা তুলে নিতে হবে।’

এ প্রসঙ্গে জানতে চাইলে দৌলতপুর থানায় দায়ের করা মামলাটির তদন্তকারী কর্মকর্তা শফিকুল ইসলাম এ প্রসঙ্গে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি। তবে, ওসি নাসির উদ্দিন বলেন, মামলাটি এখন থানায় নেই ২৪ জুন থেকে সিআইডি’র তদন্তে রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার ইয়াছির আরাফাত জানান, মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডি আইনী প্রক্রিয়ার মধ্যে দিয়ে তদন্তের দায়িত্ব নিয়েছে। গেল ৬ জুন দৌলতপুরের কল্যানপুরে ‘রেসালাতে মোজাদ্দেদিয়া চরদিয়া দরবার’ নামক আঙ্গিনায় দরবারের হুজুর সৈয়দ তাছেরের সেবক ভক্ত রাশেদ কে পিটিয়ে হত্যা করা হয়।

আলামত ঢাকতে দরবার এলাকার সিসি টিভি ফুটেজ মুছে ফেলা হয়েছে বলে পুলিশের প্রাথমিক তদন্তেই পাওয়া গেছে। দরবারটির হুজুর তাছেরসহ পলাতক রয়েছে আরও তিন আসামি। প্রশ্ন উঠেছে পুলিশি নজরদারির মধ্যদিয়ে দরবার প্রধান তাছেরের পলায়ন নিয়ে।

অবৈধ ভাবে জমি দখল ও স্থানীয়দের নানা ভাবে নির্যাতনের অভিযোগ রয়েছে দরবার সংশ্লিষ্টদের বিরুদ্ধে। দরবারের নামে এটি বিভিন্ন জেলা থেকে পলাতক চিহ্নিত সন্ত্রাসীদের আশ্রয়স্থল বলেও অভিযোগ করেছেন দরবার এলাকার স্থানীয় বাসিন্দারা।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ