শিব্বির আহমদ আরজু, হবিগঞ্জ থেকে: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯১তম জন্মবার্ষিকী আজ। ১৯৩০ সালের ৮ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম গ্রহণ করেন এ মহিয়সী ও প্রেরণাদাত্রি নারী।
বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে সারা দেশের ন্যায় হবিগঞ্জ জেলা প্রশাসন এর উদ্যোগে নেয়া হয়েছে নানান কর্মসূচি। এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘ বঙ্গমাতা সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী। কর্মসূচি হচ্ছে : সকাল ১০টায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক প্রদান অনুষ্ঠানে সংযুক্ত হওয়া।
১২টা ১৫ মিনিট : অসচ্ছল নারীদের সেলাই মেশিন বিতরণ ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ। ১২টা ৩০ মিনিট : বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর জীবন ও কর্ম নিয়ে ভার্চুয়াল আলোচনা সভা। বাদ জোহর : ধর্মীয় প্রতিষ্ঠানসমূহে বিশেষ মোনাজাত/ প্রার্থনা।