ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান:  অধ্যক্ষ সোহরাব উদ্দিন হোসেনাবাদ টেকনিক্যালে একাদশ শ্রেণিতে সবাই অকৃতকার্য বোয়ালমারীতে সদ্য ঘোষিত বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ, সড়ক অবরোধ, টায়ারে আগুন বোয়ালমারীতে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণলঙ্কারসহ কোটি টাকার মালামাল লুট  দৌলতপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ ২০ বছর পর রায়: খ্রিস্টান সম্প্রদায়ের দুইজনকে হত্যায় ৪ জনের যাবজ্জীবন পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত  প্রশিক্ষণ কোর্স এর উদ্বোধন করলেন এসপি সাফিউল সারোয়ার দিনাজপুরের কৃতি সন্তান রোকমুনুর জামান রনি আবারও বেসিস সহায়ক কমিটিতে নির্বাচিত পদ্মার চরে বন্দুকযুদ্ধে নিহত ৩, গুলিবিদ্ধ ২ যাকেই মনোনয়ন দেওয়া হবে তার পক্ষে কাজ করতে হবে, তারেক রহমান

দশমিনায় দোকানে দুর্র্ধষ চুরি ও আগুন ১জন আটক

মোঃবেল্লাল হোসেন, দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী দশমনিা উপজেলায় গত শুক্রবার রাত আনুমানিক ৩টার সময় মেসার্স সুজন ষ্টোর নামক মুদী দেকানে চুরি ও আগুন দেয়ায় মোঃ আসাদুজ্জামান (৩৫) নামের এক জনকে আটক কারার ঘটনা ঘটে। স্থানীয় ও মামলা সূত্রে জানা যায় ,দশমিনা সদর বাজারে ইদানিং রাতে একের পর এক দোকান চুরির ঘটনা ঘটে।

গত ৯ সেপ্টেম্বর রাত আনুমানিক ৩টার সময় সদর বাজের মেসার্স সুজন ষ্টোর মুদী দোকানের পিছনের টিন কেঁটে আসাদুজ্জামান দোকানের ভিতর ডুকে দোকানের মালামাল চুরি করে বস্তা করে এবং যাবার সময় দোকনের পিছনের অংশে আগুন দেয়।

আগুন দেখতে পেয়ে বাজারের পাহারাদার আইউসূব রাড়ী চাকচিৎকার করে তখোন বাজারে রাত্রী কালীন ডিউটি অফিসার এস আই বাসুদেব সঙ্গীয় ফোর্স নিয়ে আগুন থামায়। বাজার পাহারাদার ইউসূব রাড়ী জানান দোকানের ভিতন থেকে খলিল সিকদারের ছেলে মোঃ আসাদুজ্জামানকে দৌড়ে পালিয়ে যেতে দেখেন।

ঐ রাতেই দশমিনা থানান এস আই বাসুদেব সঙ্গীয় ফোর্স নিয়ে আসাদুজ্জামানকে গ্রেফতার করেন এবং মুদী দোকানের বিভিন্ন প্রকার মালামাল জব্দ করেন। বাজার সমিতির ব্যবসায়ি রিয়া মাইক সার্ভিস এর মালিক হাসান মোল্লা বলেন, আসাদুজ্জামান একটি নেশাগ্রস্থ পেশাদার চোর চুরি করা তার পেশা এ রকম দশমিনা বাজারে বহু দোকান চুরি করেছে।

সবুজ বলেন, আমার দোকানে প্রায় এসে নেশাজাত দ্রব্য এনে দেখায় আমি কিছু বললে আমার দোকানে ইয়াভা রেখে ধরিয়ে দেবে বলে ভয় দেখায় আমি ভয়ে কেউকে বলিনি। এর আগে ও আসাদুজ্জামান বিভিন্ন দোকান চুরি করেছে। দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসীম বলেন, দীর্ঘদিন দশমিনা বাজারে টুকটাক চুরির ঘটনা ঘটে আসছে আমরা সজাগ দৃষ্টি রেখেছিলাম হাতে নাতে মোঃ আসাদুজ্জামন কে চোরাই মালামাল সহ গ্রেফতার করতে সক্ষম হই । তাকে আদালদে প্রেরন করা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান:  অধ্যক্ষ সোহরাব উদ্দিন

দশমিনায় দোকানে দুর্র্ধষ চুরি ও আগুন ১জন আটক

আপডেট টাইম : ০৬:৪৪:১৮ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১

মোঃবেল্লাল হোসেন, দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী দশমনিা উপজেলায় গত শুক্রবার রাত আনুমানিক ৩টার সময় মেসার্স সুজন ষ্টোর নামক মুদী দেকানে চুরি ও আগুন দেয়ায় মোঃ আসাদুজ্জামান (৩৫) নামের এক জনকে আটক কারার ঘটনা ঘটে। স্থানীয় ও মামলা সূত্রে জানা যায় ,দশমিনা সদর বাজারে ইদানিং রাতে একের পর এক দোকান চুরির ঘটনা ঘটে।

গত ৯ সেপ্টেম্বর রাত আনুমানিক ৩টার সময় সদর বাজের মেসার্স সুজন ষ্টোর মুদী দোকানের পিছনের টিন কেঁটে আসাদুজ্জামান দোকানের ভিতর ডুকে দোকানের মালামাল চুরি করে বস্তা করে এবং যাবার সময় দোকনের পিছনের অংশে আগুন দেয়।

আগুন দেখতে পেয়ে বাজারের পাহারাদার আইউসূব রাড়ী চাকচিৎকার করে তখোন বাজারে রাত্রী কালীন ডিউটি অফিসার এস আই বাসুদেব সঙ্গীয় ফোর্স নিয়ে আগুন থামায়। বাজার পাহারাদার ইউসূব রাড়ী জানান দোকানের ভিতন থেকে খলিল সিকদারের ছেলে মোঃ আসাদুজ্জামানকে দৌড়ে পালিয়ে যেতে দেখেন।

ঐ রাতেই দশমিনা থানান এস আই বাসুদেব সঙ্গীয় ফোর্স নিয়ে আসাদুজ্জামানকে গ্রেফতার করেন এবং মুদী দোকানের বিভিন্ন প্রকার মালামাল জব্দ করেন। বাজার সমিতির ব্যবসায়ি রিয়া মাইক সার্ভিস এর মালিক হাসান মোল্লা বলেন, আসাদুজ্জামান একটি নেশাগ্রস্থ পেশাদার চোর চুরি করা তার পেশা এ রকম দশমিনা বাজারে বহু দোকান চুরি করেছে।

সবুজ বলেন, আমার দোকানে প্রায় এসে নেশাজাত দ্রব্য এনে দেখায় আমি কিছু বললে আমার দোকানে ইয়াভা রেখে ধরিয়ে দেবে বলে ভয় দেখায় আমি ভয়ে কেউকে বলিনি। এর আগে ও আসাদুজ্জামান বিভিন্ন দোকান চুরি করেছে। দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসীম বলেন, দীর্ঘদিন দশমিনা বাজারে টুকটাক চুরির ঘটনা ঘটে আসছে আমরা সজাগ দৃষ্টি রেখেছিলাম হাতে নাতে মোঃ আসাদুজ্জামন কে চোরাই মালামাল সহ গ্রেফতার করতে সক্ষম হই । তাকে আদালদে প্রেরন করা হয়েছে।