দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী দশমিনা উপজেলায় প্রশাসনের উদ্যোগে ১ লা ডিসপম্ব সকাল ১১টায় উপজেলা কনফারেন্স হল রুমে মাহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইয়ূম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাসির পালোয়ান, মহিলা ভাইস চেয়ারম্যান সামসুরন্নাহার খান ডলি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মাদ আবু জাফর, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইকবাল মাহমুদ লিটন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ- সভাপতি কাজী কালাম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কাজী আনোয়ার, মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা নুরে আলম ছিদ্দিকি, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সেলিম হোসেন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
সভাপতি তার বক্তব্যে বলেন, গত বছর মহান বিজয় দিবস কোভিড-১৯ এর কারনে সিমিতপরিসরে পালন করা হয়। এ বছর মহান বিজয় দিবস উদযাপন কারা হবে ব্যাপক পরিসরে। এ বছর মহান বিজয় দিবস এর অতিরিক্ত গুরুত্ব বহন করবে ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী। এ দিবসটি যথাযত মর্যদায় উদযাপনের জন্য সাব কমিটি করা হয়।