দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালী দশমিনা উপজেলায় তেতুলিয়া নদীতে মাৎস্য শিকার করতে গেলে ২ জেলেকে আটক করে দশমিনা নৌ-পুলিশ। ১৪অক্টোবর থেকে ৪নভেম্বর পর্যন্ত মা ইলিশ প্রজনন সময় কাল এ সময় নদীতে মৎস্য শিকার,আহরন,পরিবহন,ক্রয়-বিক্রয়, মজুদ সম্পূর্ন নিষেধ।
নিধাঞ্জা অমান্য করে ১৪অক্টোবর রাত ৩.৩০ মিনিটের সময় মোঃআলী হোসেন(৪৫)পিতাঃআঃছত্তার ও নাসির (২৮) পিতাঃআলম সীপাই সাং- পাতাবুনিয়া,উপজেলা-গলাচিপা তেতুলিয়া নদীতে মৎস্য শিকার করলে দশমিনা উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃমাহাবুব আলম তালুকদার।
দশমিনা নৌ-পুলিশ ইনচার্জ আবদুল্লাহ। নৌ-পুলিশের এস আই সবুজের নতেৃত্বে তাদেরকে আটক করা হয়। আটক কৃতদের সকাল ১০ঘটিকার সময় দশমিনা উপজেলা উপ কমিশনা(ভূমি) ও ভ্রামান্য আদলতের বিচারক আবদুল কাইয়ুম ৫হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেন।