কাজী মোস্তফা রুমি, স্টাফ রিপোর্টার: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগ সমগ্র দেশে সাংগঠনিকভাবে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে ইতিমধ্যেই নানা কার্যক্রম শুরু করেছে। ইতিমধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির মাধ্যমে প্রতিটি ওয়ার্ড ভিত্তিক ২০০জন ভোটারের জন্য ১জন করে ভোট প্রার্থনা কর্মী নির্ধারিত ফর্মে মোবাইল নাম্বার সহ বিস্তারিত তথ্য জেলা আওয়ামী লীগের মাধ্যমে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির নিকট অতিসত্বর প্রেরণের নির্দেশনা দিয়েছেন।
এরই ধারাবাহিকতায় নাগরপুর উপজেলা আওয়ামীলীগ এর উদ্যোগে সকল ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকের সাথে জরুরী মতবিনিময় অনুষ্ঠিত হয়।
আজ ৩রা অক্টোবর’২৩ সকাল ১০ ঘটিকার সময় নাগরপুর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু গোপাল চন্দ্র সাহার সভাপতিত্বে যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হক তপনের সঞ্চালনায় মূল বক্তব্য উপস্থাপন করেন নাগরপুর উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক ও নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ থেকে বারবার নির্বাচিত চেয়ারম্যান মো: কুদরত আলী।
এ সময় জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি কর্তৃক নির্দেশনা মোতাবেক আগামী ৭ই অক্টোবরের মধ্যে ভোট প্রার্থনা কর্মীর তালিকা মোবাইল নাম্বার সহ উল্লেখ করে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় জমা প্রদানের জন্য নির্দেশনা দেওয়া হয়।
এছাড়া বিগত ২৯শে সেপ্টেম্বর’২৩ নাগরপুর ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় স্থানীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটুর উপস্থিতিতে নাগরপুর উপজেলা আওয়ামীলীগের ৩ নং সাংগঠনিক সম্পাদক শেখ শামসুল হক বাংলাদেশ আওয়ামী লীগের ৪৭(খ) ধারা অনুযায়ী রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত উদ্ধত্যপূর্ণ উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে নির্বাচিত উপজেলা আ’লীগ সভাপতি ও সাধারণ সম্পাদককে অবাঞ্চিত ঘোষণা করে।
তাই উপস্থিত সকল ইউনিয়ন, ওয়ার্ড আ’লীগ এবং উপজেলা আ’লীগের সকল নেতৃবৃন্দ সর্বসম্মতিক্রমে শেখ শামসুল হককে বহিষ্কার করা হয় এবং বহিষ্কারের অনুলিপি জেলা আওয়ামী লীগ ও কেন্দ্রীয় আওয়ামী লীগের নিকট প্রেরণ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
পাশাপাশি আগামী ৭ই অক্টোবর’২৩ নাগরপুর উপজেলা আ’লীগের উদ্যোগে বর্তমান আ’লীগ সরকারের দেশব্যাপী সামগ্রিক উন্নয়নের চিত্র তৃণমূলের মাঝে তুলে ধরার লক্ষ্যে আয়োজিত বিশাল জনসভা সফল করার লক্ষ্যে নাগরপুরে নৌকা মার্কার সকল মনোনয়ন প্রত্যাশীদের উপস্থিতিতে উপজেলা আ’লীগ কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে এই মর্মে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।
মূল বক্তব্যে নাগরপুর উপজেলা আ’লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক মো: কুদরত আলী বলেন- বাংলাদেশ আ’লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির নির্দেশনা মোতাবেক প্রতিটি ওয়ার্ডে ভোট প্রার্থনা কর্মীর তালিকা ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে অতিসত্বর পূরণ করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকের স্বাক্ষর সাপেক্ষে জেলা আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটিতে জমা প্রদান করা হবে।
আমি সকল ইউনিয়ন আ’লীগকে আগামী ৭ই অক্টোবরের মধ্যে উক্ত নির্ধারিত ফর্মে বিস্তারিত তথ্য পূরণ করে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জমা প্রদান করার জন্য নির্দেশনা দিচ্ছি।
এছাড়া বিগত ২৯ শে সেপ্টেম্বর’২৩ নাগরপুর উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক শামসুল হক স্থানীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটুর উপস্থিতিতে বাংলাদেশ আ’লীগের গঠনতন্ত্রের ৪৭(খ) ধারা মোতাবেক উদ্ধত্যপূর্ণ উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে অবাঞ্চিত ঘোষণা করার মাধ্যমে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কার্যকলাপ পরিলক্ষিত হয়েছে।
তাই আজ এই মতবিনিময় সভায় উপজেলা আ’লীগ, ইউনিয়ন ও ওয়ার্ড আ’লীগের সকল নেতৃবৃন্দের কন্ঠ ভোটের মাধ্যমে তাকে বহিষ্কার করা হয় এবং বহিষ্কারের অনুলিপি জেলা আ’লীগ ও কেন্দ্রীয় আ’লীগে প্রেরণের বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।
উক্ত সিদ্ধান্ত মোতাবেক আজ হতে শামসুল হকের নাগরপুর উপজেলা আওয়ামীলীগের সাথে কোন সম্পৃক্ততা নেই।
এ সময় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. আজহারুল ইসলাম, যুব ও ক্রীড়া সম্পাদক সাবেক ভিপি জহুরুল আমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ খালিদ হোসেন, ছাত্র ও মানব কল্যাণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক মিয়া, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল লতিফ মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক রৌশনারা মাসুদা, নাগরপুর উপজেলা আওয়ামীলীগ সদস্য ও মোকনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শরিফুল ইসলাম শরীফ, আ’লীগ সদস্য শহিদুল হক কিরণ, আব্দুল আলিম, শামেজ মিয়া, মোঃ হাবিবুর রহমান হাবিব।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন-আহবায়ক শাহিনুর রহমান শাহিন, মামুদনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জজ কামাল, সহবতপুর ইউনিয়ন আ’লীগের সিনিয়র সহ-সভাপতি মো: আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোঃ উজ্জল সরকার, পাকুটিয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ শামীম মিয়া, নাগরপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস মোঃ শফিকুল ইসলাম, কেন্দ্রীয় সাবেক ছাত্রলীগ নেতা মো: হাবিবুর রহমান হাবিব, নাগরপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও যুবলীগ নেতা আল-মামুন, নাগরপুর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ শাহিনুর রহমান প্রমূখ।
এছাড়াও নাগরপুর উপজেলা আ’লীগ, ইউনিয়ন ও ওয়ার্ড আ’লীগের অন্যান্য নেতৃবৃন্দসহ সকল সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।