1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
রাজশাহীতে ভোট কারচুপির অভিযোগে সংবাদ সম্মেলন : চাই ভোট পুনর্গণনা - dailynewsbangla
বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
ঘোড়াঘাটে পাশের ঘরে বরকে রেখে নববধূর আত্মহত্যা দশমিনায় অটোরিকশা উল্টে চালকের মৃত্যু  এসএসসি ২০২৬: শিক্ষার মান উন্নয়নে বোয়ালমারীতে অভিভাবক সমাবেশ করছেন ইউএনও দৌলতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শের আলী সবুজ অসুস্থ, সবার দোয়া কামনা অগ্রণী ব্যাংকের জমি নিলামে প্রতারণা, সাংবাদিকের কাজে দালাল চক্রের বাধা ও হুমকি দশমিনায় পুকুরের পানিতে ডুবে দেড়বছরের শিশুর মৃত্যু কুষ্টিয়া-২: তৃণমূলের আস্থার প্রতীক অধ্যাপক শহিদুল ইসলাম ঘোড়াঘাটে বিএনপির নতুন সদস্য ফরম বিতরণ গোলাপনগরে বিএনপির কর্মী সমাবেশ  অনুষ্ঠিত ভেড়ামারায় বিজিবির অভিযানে ৩০ লাখ টাকার কারেন্ট জাল আটক ও ধ্বংস

রাজশাহীতে ভোট কারচুপির অভিযোগে সংবাদ সম্মেলন : চাই ভোট পুনর্গণনা

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২

রাজশাহী ব্যুরো: সারাদেশে শেষ হওয়া ৫ম ধাপের ইউপি নির্বাচনে রাজশাহী পুঠিয়া উপজেলার ৩নং বানেশ্বর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নির্বাচন ফলাফল কারচুপির অভিযোগ এনে উপজেলা নির্বাচন কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন ৫ জন সদস্য পদপ্রার্থী। লিখিত ঐ অভিযোগে পূণরায় ভোট গণনার দাবি জানান। সমাধান না পেয়ে অবশেষে সংবাদ সম্মেলন করেছেন সেই সকল সদস্য পদপ্রার্থী গণ।

রবিবার (২৩ জানুয়ারি) দুপুর ১২ টায় শিবপুর বনিক বাজার সমিতি কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সদস্য পদপ্রার্থী ইলিয়াস হোসেন (মোরগ প্রতীক), আমির হামজা (ভ্যান গাড়ী প্রতীক), হায়দার (বৈদ্যুতিক পাখা প্রতীক), বাচ্চু (ক্রিকেট ব্যাড), সালাউদ্দিন বাবুসহ (টিউবওয়েল) আরো দুই প্রার্থী উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য আমির হামজা বলেন, গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত ইউপি নির্বাচনে বানেশ্বর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডে পক্ষপাত করে ভোট কারচুপি ও ভোট গণনার কৌশল অবলম্বন করে ফলাফল ঘোষণা করা হয়েছে। কেন্দ্রে ভোট গণনা ছাড়াই ফলাফল প্রদান করা হয়।

এমনকি ভোট গ্রহণের পূর্বেই পোলিং এজেন্টদের স্বাক্ষর নেওয়া হয়েছে। আর এই সকল কারচুপি করেন দায়িত্বরত প্রিজাইডিং অফিসার আতিকুর জামান আতিক। এরপর ৬ জানুয়ারি (বৃহস্পতিবার) পুঠিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তার নিকট একটি লিখিত আবেদন করেন। যার রিসিভ কপি সংবাদ সম্মেলনে তুলে ধরা হলো।

সংবাদ সম্মেলনে আরেক মেম্বারপ্রার্থী মোহাম্মদ হায়দার আলী বলেন, পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বানেশ্বর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হিসেবে আমি সহ মোট ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করি। ভোটের দিন সকাল থেকে ভোটাররাও বিপুল উৎসাহ নিয়ে ভোট কেন্দ্রে ভোট দিতে আসেন।

সকাল থেকে আমাদের ৪নং ওয়ার্ডের শিবপুর হাট উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে আনন্দের সাথে ভোটাররা ভোট দিতে থাকে এমন সময় আমাদের আরেক প্রতিদ্বন্দ্বী (লাইট প্রতীক) মোঃ আব্দুল মালেক ভোট কেন্দ্রের ভিতর অস্বাভাবিকভাবে চলাচল শুরু করেন এবং প্রিজাইডিং অফিসার আতিকের সাথে দৃষ্টিকুটু সাক্ষাৎ করেন । যা দেখে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়।

এই আব্দুল মালেক মেম্বার ও সুলতান চেয়ারম্যান, উভয়ে মিলে দীর্ঘ ১৮ বছর বানেশ্বর ইউয়িনের অপর একটি নাটকীয় মামলা সাজিয়ে নিজেদের রাজত্ব কায়েম করে আসছিলেন। যার ফলে এই ইউনিয়নের মানুষ ১৮ বছর নিজেদের ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল। কিন্তু এই ইউনিয়নের মানুষ ভোট দিতে পারলেও তা নাটকীয়ভাবে ফলাফল ঘোষনা করা হয়েছে। আমরা এই অন্যায়ের বিচার সহ পুনর্গণনা করা দাবী জানাচ্ছি।

এ বিষয়ে জানতে প্রিজাইডিং অফিসার আতিকুর জামান আতিককে ফোন দেওয়া হলে তিনি বলেন, আমার উপর আনিত অভিযোগ মিথ্যা। সঠিক প্রক্রিয়ায় ভোট সম্পূর্ণ করা হয়েছে। পুলিং এজেন্টদের থেকে গণনার আগে কেন সাক্ষর নেওয়া হয়েছে জানতে চাইলে তিনি বিষয়টি অস্বিকার করেন।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ