ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
বিএনপির দুই পক্ষের কর্মসূচি ঘিরে  বোয়ালমারী রণক্ষেত্র পদ্মার দুর্গম চরাঞ্চলে বিভিন্ন বাহিনীর সক্রিয়তায় বাড়ছে শঙ্কা বদলগাছীতে এক হাজার সনাতন ধর্মাবলম্বী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবার স্বেচ্ছায় বিএনপিতে যোগদান  দুই দিনের সফরে নিজ জেলা পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নাগরপুরে হত্যার ৬ মাস পর লাশ উত্তোলন  বন্দরে মাদক সম্রাট রমজান, বাবুর বিরুদ্ধে পিতাকে মারধরের অভিযোগ আলফাডাঙ্গায় ভুয়া চিকিৎসকের কারাদণ্ড নাটোরে বৈধবালু ব্যবসায়ী ইঞ্জিনিয়ার কাকন ষড়যন্ত্রের শিকার, বাঘায় বেল্লাল মন্ডলের সন্ত্রাসী কর্মকাণ্ডে উত্তাল অঞ্চল ভেড়ামারায় বিনামূল্যে বীজ সার বিতরণ নির্বাচনের মাধ্যমেই জাতির ভাগ্যের ফয়সালা হবে

শার্শার কন্যদাহে জোর পূর্বক জমি দখলের অভিযোগ

ইকরামুল ইসলাম বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শার পল্লীতে জোর পূর্বক জমি দখলের পায়তারা সহ জীবন নাশের হুমকি দিচ্ছে বলে কতিপয় ভূমিদস্যু বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছ উপজেলার কন্যাদহ গ্রামে। এব্যাপারে শার্শা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা গেছে, শার্শার উপজেলার উলাশী ইউনিয়নের কুতুবুদ্দীন আলমের ছেলে মাহবুব আলম শাহিন পৈত্রিক ও ক্রয় সূএে কন্যাদহ মৌজায় ৪২৪ খতিয়ানের ১৭৮৫ ও ১৮০২দাগের ৮৬ শতকের জমি মধ্যে ৪৩শতক জমির মালিক। বাকি জমির মালিক শাহিনে চাচাতো ভাইয়েরা।

অর্থরের প্রয়োজনে শাহিনের চাচাতো ভাইয়েরা বাকি ৪৩শতক জমি শত ভাগীই শাহিন আলমের পিতা কুতুবুদ্দীন আলমের কাছে বিক্রয় করে দেয়। সম্পত্তি জমি বিক্রয় বিষয়টি শাহিনের চাচাতো ভাইয়েরা অস্বীকার করে গ্রামের একটি কূচক্রর মহলের ইন্ধনে ঐ গ্রামের আব্দুল মজিদের ছেলে মজনু, মৃত্যু খেলাফতের ছেলে আলাউদ্দিন, মৃত্যু আরাফাত আলী ছেলে মুরাদ হোসেন, মোর্শেদ আলী ও আলাউদ্দিনের ছেলে তরিকুল ইসলাম, হঠাৎ শাহিরের পিতা কুতুবুদ্দীন আলেমের উপর চওড়া হয়।

এসময় দুর্বৃত্তরা বসতভিটা জমি, কবর স্থান সহ বাড়িতে প্রবেশের রাস্তা দখলের নেওয়ার চেষ্টা চালায়। স্থানী জনসাধারণ ও শাহিনের পরিবারে সদ্যসদের বাধার মুখে সন্ত্রাসীরা ভুক্তভোগীর পরিবার কে জীবন নাশের হুমকি দিয়ে পিছিয়ে যায়।

এমতাবস্থায় শাহিনের পরিবারে লোকজন ভয়ে আতংকে মনবতার জীবন জাপন করছে। ন্যায় বিচার পেতে তারা প্রশাসনের শুদৃষ্টি কামনা করেছে,এব্যাপারে শার্শা থানার অফিসার ইনচার্জ বদরুল আলম খানের মুঠো ফোনে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি, এবিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

বিএনপির দুই পক্ষের কর্মসূচি ঘিরে  বোয়ালমারী রণক্ষেত্র

শার্শার কন্যদাহে জোর পূর্বক জমি দখলের অভিযোগ

আপডেট টাইম : ০৪:১৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২

ইকরামুল ইসলাম বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শার পল্লীতে জোর পূর্বক জমি দখলের পায়তারা সহ জীবন নাশের হুমকি দিচ্ছে বলে কতিপয় ভূমিদস্যু বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছ উপজেলার কন্যাদহ গ্রামে। এব্যাপারে শার্শা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা গেছে, শার্শার উপজেলার উলাশী ইউনিয়নের কুতুবুদ্দীন আলমের ছেলে মাহবুব আলম শাহিন পৈত্রিক ও ক্রয় সূএে কন্যাদহ মৌজায় ৪২৪ খতিয়ানের ১৭৮৫ ও ১৮০২দাগের ৮৬ শতকের জমি মধ্যে ৪৩শতক জমির মালিক। বাকি জমির মালিক শাহিনে চাচাতো ভাইয়েরা।

অর্থরের প্রয়োজনে শাহিনের চাচাতো ভাইয়েরা বাকি ৪৩শতক জমি শত ভাগীই শাহিন আলমের পিতা কুতুবুদ্দীন আলমের কাছে বিক্রয় করে দেয়। সম্পত্তি জমি বিক্রয় বিষয়টি শাহিনের চাচাতো ভাইয়েরা অস্বীকার করে গ্রামের একটি কূচক্রর মহলের ইন্ধনে ঐ গ্রামের আব্দুল মজিদের ছেলে মজনু, মৃত্যু খেলাফতের ছেলে আলাউদ্দিন, মৃত্যু আরাফাত আলী ছেলে মুরাদ হোসেন, মোর্শেদ আলী ও আলাউদ্দিনের ছেলে তরিকুল ইসলাম, হঠাৎ শাহিরের পিতা কুতুবুদ্দীন আলেমের উপর চওড়া হয়।

এসময় দুর্বৃত্তরা বসতভিটা জমি, কবর স্থান সহ বাড়িতে প্রবেশের রাস্তা দখলের নেওয়ার চেষ্টা চালায়। স্থানী জনসাধারণ ও শাহিনের পরিবারে সদ্যসদের বাধার মুখে সন্ত্রাসীরা ভুক্তভোগীর পরিবার কে জীবন নাশের হুমকি দিয়ে পিছিয়ে যায়।

এমতাবস্থায় শাহিনের পরিবারে লোকজন ভয়ে আতংকে মনবতার জীবন জাপন করছে। ন্যায় বিচার পেতে তারা প্রশাসনের শুদৃষ্টি কামনা করেছে,এব্যাপারে শার্শা থানার অফিসার ইনচার্জ বদরুল আলম খানের মুঠো ফোনে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি, এবিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।