1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
টাঙ্গাইলে বন্যা পরিস্থিতি: যমুনায় বিপদসীমার ৫৯ সেন্টিমিটার উপরে বইছে পানি। - dailynewsbangla
রবিবার, ১৮ মে ২০২৫, ০৬:১৫ অপরাহ্ন

টাঙ্গাইলে বন্যা পরিস্থিতি: যমুনায় বিপদসীমার ৫৯ সেন্টিমিটার উপরে বইছে পানি।

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
কাজি মোস্তফা রুমি, স্টাফ রিপোর্টার:  টাঙ্গাইলের যমুনা নদীতে অস্বাভাবিক হারে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এ নিয়ে সোমবার (২০ জুন) সকাল ৬ টা থেকে মঙ্গলবার (২১ জুন) সকাল ৬ টা পর্যন্ত যমুনা নদীর শাখা ঝিনাই নদীর জোকার পয়েন্টে ১৫ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিদপসীমার ৫৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
টাঙ্গাইল জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ছাড়াও পোড়াবাড়ী পয়েন্টে ১৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৪৭ সেন্টিমিটার, ধলেশ্বরী নদীর পানি এলাসিন পয়েন্টে ১৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এর আগে গত রবিবার (১৯ জুন) সকাল ৬ টা থেকে সোমবার (২০ জুন) সকাল ৬ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় যমুনা নদীর পানি পোড়াবাড়ী পয়েন্টে ৩০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৩২ সেন্টিমিটার,এছাড়া ঝিনাই নদীর পানি জোকারচর পয়েন্টে ১৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৩৯ সেন্টিমিটার ও ধলেশ্বরী নদীর পানি এলাসীন পয়েন্টে ১৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার মাত্র ৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ