মোঃবেল্লাল হোসেন
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দশমিনায় চাঞ্চল্যকর রমেন আত্মহত্যায় প্ররোচনা মামলায় প্রধান আসামীসহ ৫ জনকে
গ্রেফতার করেছে পুলিশ।
থানা সূত্রে জান যায় বুধবার রাতে জেলা শহরের কাঠপট্টি এলাকা থেকে ওই মামলার তদন্তে প্রাপ্ত ৪ আসামীকে গ্রেফতার করা হয়। এর আগে নারায়ণগঞ্জ থেকে দশমিনা থানা পুলিশ ও র্যাব-১১ এর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে মামলার মূল আসামী নিজামকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মূল আসামী নিজাম (৪৫) উপজেলার সদর ইউনিয়নের পূর্ব ল²ীপুর গ্রামের নুরু খাঁ’র ছেলে।
মামলার তদন্তে প্রাপ্ত গ্রেফতারকৃত অপর আসামীরা জেলার সদর উপজেলার পৌর শহরের কাঠপট্টি এলাকার
খালেক হাওলাদারের ছেলে বেল্লাল হাওলাদার (২৬), কাদের সিকদারের ছেলে সাইদ সিকদার ওরফে আধার (২৭), শাহজাহান গাজীর ছেলে শাহেদ (২৮) ও আলতাফ মৃধার ছেলে শাহেদ (২৭) ।
উল্লেখ্য, আসামীদের কর্তৃক বøাকমেইলের শিকার হয়ে গত ১৯ জুন বিকেলে উপজেলার গোলখালী
কাটাখালী এলাকায় কাঁচা সড়কের ওপরে বিষপান করে আত্মহত্যার কারন জানান রমেন ঘরামী। ওই ঘটনা
স্থানীয়রা মোবাইল ফোনে ভিডিও ধারন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে বিষয়টি
ভাইরাল হয়। ওই রাতেই পটুয়াখালী জেনারেল হাসপাতালে রমেনের মৃত্যু হয়। এ ঘটনায় ২০ জুন মৃত রমেনের পিতা রনজিৎ ঘরামী বাদী হয়ে দশমিনা থানায় মামলা দায়ের করেন।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মেহেদী হাসান জানান, ওই মামলার
এজাহার নামীয় আসামী নিজামকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতারের পর তার দেয়া তথ্যের ভিত্তিতে অপর
আসামীদেরকে পটুয়াখালী শহরের কাঠপট্রি এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে অধিকতর তদন্ত
কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ঘটনার সাথে সংশ্লিষ্ট অন্যান্যদের অতিসত্ত¡র গ্রেফতার করে আইনের
আওতায় আনা হবে। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 



















