1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
বোয়ালমারীতে স্ত্রীর সাথে অভিমানে স্বামীর গলায় ফাঁস  - dailynewsbangla
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহীতে কর্মজীবী দাবা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন “রয়েল সরকার” সরকারি প্রজ্ঞাপনকে চুড়ান্ত সমাধান হিসেবে মনে করছে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আত্মসমর্পণের জন্য জড়ো হয়েছেন জেল থেকে পালানো কয়েদি ইন্টারনেট সেবা কখন চালু হবে কোটা নিয়ে হাই কোর্টের রায় আপিল বিভাগে বাতিল। রাজশাহীতে শিক্ষার্থীদের হামলায় দুই পুলিশ সদস্য আহত ভেড়ামারার রাজপথ ৩ ঘন্টা দখলে  কোটা আন্দোলন কারী শিক্ষার্থীরা বগুড়াআদমদীঘিতে আওয়ামীলীগের গায়েবানা জানাজা  বগুড়া সান্তাহারে কোটাবিরোধী আন্দোলনকারীদের ট্রেন অবরোধ ইউ,এন,ওর অনুরোধে চলে গেল আন্দোলনকারীরা বগুড়া জেলা পুলিশের আয়োজনে মাসিক অপরাধ  সভা অনুষ্ঠিত

বোয়ালমারীতে স্ত্রীর সাথে অভিমানে স্বামীর গলায় ফাঁস 

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে নাজমুল শেখ (২৭) নামে এক যুবক স্ত্রীর সাথে অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার ঘটনা ঘটেছে।পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে নিহতের পরিবার সূত্রে জানা গেছে। নিহত যুবক শেখ উপজেলার ময়না ইউনিয়নের পাঁচ ময়না গ্রামের আক্তার শেখের ছেলে। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাতে এ আত্মহত্যার ঘটনা ঘটে।  শনিবার লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
জানা যায়, উপজেলার ময়না ইউনিয়নের পাঁচ ময়না গ্রামের আক্তার শেখের মেঝো ছেলে নাজমুল শেখ ও একই গ্রামের মৃত আবু সাঈদ শেখের মেয়ে সুমি বেগম (২৫) দুই পরিবারের সম্মতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। নাজমুল-সুমি দম্পতির সোহান (৫) ও সহিদ (৩) নামে দুটি ছেলে সন্তান নিয়ে সাংসারিক জীবন যাপন ভালোই চলছিলো। দেড় মাস আগে স্ত্রী সুমি বেগম স্বামীর সাথে ঝগড়া করে দুটি শিশু সন্তান রেখে বাবার বাড়ি চলে যায়। এ কারণে সন্তান দুটিকে লালন পালনে নাজমুল শেখ পারিবারিকভাবে অশান্তিতে ভুগছিলেন। এর জেরে নাজমুল শেখ শুক্রবার সন্ধ্যায় নিজ ঘরের আড়ার সাথে রশি দিয়ে গলায় ফাঁস নেন। পরিবারের সদস্যরা টের পেয়ে সাথে সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. সাবরিনা হক রূম্পা তাকে মৃত ঘোষণা করেন। বোয়ালমারী থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
শুক্রবার রাতে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডা. সাবরিনা হক রূম্পা বলেন, হাসপাতালে আনার পর আমরা নাজমুল শেখকে মৃত অবস্থায় পেয়েছি।
লাশ উদ্ধারকারী বোয়ালমারী থানার উপপরিদর্শক মনির হোসেন শনিবার জানান, লাশের সুরতহাল রিপোর্ট করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ