ফরিদ আহমেদ।। কুষ্টিয়া মিরপুরের পোড়াদহ বালিকা বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ৮টা থেকে বিদ্যালয় প্রাঙ্গনে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচনে পুরুষ অভিভাবক সদস্য পদে ৮ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রার্থীদের মধ্যে ৪ জন পুরুষ ও ১ জন সংরক্ষিত মহিলা সদস্য সহ ৫ জন নির্বাচিত হন। বিজয়ীদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে প্রথম হয়েছেন আব্দুস সালাম। তার প্রাপ্ত ভোট সংখ্যা ২৪৩। নির্বাচিত অনান্য সদস্যদের মধ্যে নাইমুর রহমান ২৩৬, সাইফুল ইসলাম ২৩১, নজরুল ইসলাম ২১৯ ও ছাপিয়া খাতুন (সংরক্ষিত মহিলা) ২৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী বাবুল হোসেন বাবু ২১৬, শরিফুল ইসলাম ১৯২, সিরাজুল ইসলাম ১৯৪, সোহেল রানা ১৪৪ ও সনিয়া খাতুন (সংরক্ষিত মহিলা) ২১১ ভোট পেয়ে নির্বাচনে পরাজয় বরণ করেন।