বিধান মন্ডল সালথা ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের সালথায উপজেলায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস ২০২০ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছ। দুর্যোগ ঝুঁকি হ্রাসে সুশাসন নিশ্চিত করবে টেকশই উন্নয়ন এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা প্রশাসন সালথা এর আয়োজনে ১৩ ই অক্টোবর মঙ্গলবার বেলা সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রূপা বেগম, মাঝারদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হামিদ, যদুনন্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের মুন্সি প্রমূখ। অালোচনা সভাটি সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পরিতোষ বাড়ৈ।
আলোচনা সভায় বক্তারা দুর্যোগ প্রতিরোধে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পাশাপাশি দুর্যোগ প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ প্রদান করেন।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 













