বগুড়ায় মাদক ২০ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিলসহ ১ গ্রেফতার
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের মাদক বিরোধী অভিযানে ২০ (বিশ) বোতল ফেন্সিডিলসহ মোছাঃ শেফালী বেগম (৩৫) নামে এক নারী মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত শেফালী দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পালিগাঁও উত্তরপাড়া এলাকার মোঃ রফিকুল ইসলামের স্ত্রী। আর্মড পুলিশ ব্যাটালিয়নের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৩ মার্চ) দিবাগত রাত পৌণে ৩টার দিকে বগুড়া সদর উপজেলার ৮নং গোকুল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন এলাকায় অভিযান চালিয়ে ২০ (বিশ) বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।