ঢাকা ১২:০০ অপরাহ্ন, বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
মনোনয়ন না পেয়ে যা বললেন রুমিন ফারহানা ভেড়ামারায় মাদক প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ভীমরুলের কামড়ে শিশুর মৃত্যু  কুষ্টিয়া-১ আসনে মনোনয়ন পেয়ে নেতা-কর্মীদের বাড়ি বাড়ি শুভেচ্ছা বিনিময় করছেন বাচ্চু মোল্লা লক্ষ্মীপুরে তওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে ছাত্রদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত মান্দায় সার সিন্ডিকেটের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ আর কি দখল মুক্ত হবে? বোয়ালমারী চিতারবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি ঘোড়াঘাটে হিজড়া থাকলেও ভোটার তালিকায় তৃতীয় লিঙ্গের ক্যাটাগরি শূন্য নির্বাচন বানচালকারীদের দাঁতভাঙা জবাব দিতে হবে — অধ্যাপক শহিদুল ইসলাম বরেন্দ্র অঞ্চলে অতিরিক্ত বৃষ্টিতে আমন ধানসহ শীতকালীন সব্জির ব্যাপক ক্ষতি 

দশমিনায় ২৮বছর পর এক দম্পত্তির কাবিন

দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালী দশমিনা উপজেলার বাশঁবাড়ীয়া ইউনিয়নে এক দম্পত্তির ২৮ বছর সংসার করার পর কাবিনের ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্রে জানাজায় দশমিনা উপজেলার বাশঁবাড়ীয়া ইউনিয়নের মোঃ বেলাল হোসেন পিতা মৃত্যু হাসেম সিকদার ওয়ার্ড নং ৬ এবং মোসাঃ সেতারা পিতা মৃত্যু: হাসেম মোল্লা ওয়ার্ড নং ৭ এর সাথে ইসলামি কলমা পড়ে প্রায় ২৮বছর পূর্বে বিবাহ হয়।

স্বামীঃবেলাল হোসেন ১২বছর পূর্বে ২য় বিবাহ করেন জনৈক পপি বেগমকে তার পর থেকে সংসারে অশান্তি শুরু হয় একপর্যায় স্বামীর অত্যাচার সৈয্য করতে না পেরে স্ত্রী সেতারা বেগম দশমিনা উপজেলা ব্র্যাক অফিসের মানবধিকার ও আইন সহায়তা কেন্দ্রে অভিযোগ করেন ২২অক্টোবর । গত ২নভেম্বর দশমিনা ব্র্যাক অফিসের দয়িত্বরত কর্মকর্তা উল্কা রানী বিশ্বাস (ঐজখঝ) এর সন্মায় শালিস বৈঠক অনুষ্টিত হয়। দীর্ঘ আলোচনায় এক পর্যায় স্বামী বলেন কোন কাবিন নাই কিসের তালাক কিসের দেনমোহর আমি উভয়কে নিয়ে সংসার করবো।

শালিশ বৈঠকের গন্যমান্য ব্যক্তিরা উভয়ের কথাশুনে কাবিনের করার উপর বেশি জোর দেন অতপর বিকেল ৫ঘটিকার সময় দশমিনা উপজেলা সদর কাজীর মাধ্যমে ১লক্ষ টাকা দেনমোহর ধার্য্য করে উভয়ের সন্মতিতে কাবিন করা হয় এবং উপজেলা ব্র্যাক অফিসের মানবধিকার ও আইন
সহায়তা কেন্দ্রের দয়িত্বরত কর্মকর্তা উল্কা রানী বিশ্বাস (ঐজখঝ) এর মাধ্যমে বিবাধমান দম্পত্তিকে পূনরায় সুখি ও সুন্দর সংসার পরিচালনা করার পরামর্শদেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

মনোনয়ন না পেয়ে যা বললেন রুমিন ফারহানা

দশমিনায় ২৮বছর পর এক দম্পত্তির কাবিন

আপডেট টাইম : ০৮:০৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০

দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালী দশমিনা উপজেলার বাশঁবাড়ীয়া ইউনিয়নে এক দম্পত্তির ২৮ বছর সংসার করার পর কাবিনের ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্রে জানাজায় দশমিনা উপজেলার বাশঁবাড়ীয়া ইউনিয়নের মোঃ বেলাল হোসেন পিতা মৃত্যু হাসেম সিকদার ওয়ার্ড নং ৬ এবং মোসাঃ সেতারা পিতা মৃত্যু: হাসেম মোল্লা ওয়ার্ড নং ৭ এর সাথে ইসলামি কলমা পড়ে প্রায় ২৮বছর পূর্বে বিবাহ হয়।

স্বামীঃবেলাল হোসেন ১২বছর পূর্বে ২য় বিবাহ করেন জনৈক পপি বেগমকে তার পর থেকে সংসারে অশান্তি শুরু হয় একপর্যায় স্বামীর অত্যাচার সৈয্য করতে না পেরে স্ত্রী সেতারা বেগম দশমিনা উপজেলা ব্র্যাক অফিসের মানবধিকার ও আইন সহায়তা কেন্দ্রে অভিযোগ করেন ২২অক্টোবর । গত ২নভেম্বর দশমিনা ব্র্যাক অফিসের দয়িত্বরত কর্মকর্তা উল্কা রানী বিশ্বাস (ঐজখঝ) এর সন্মায় শালিস বৈঠক অনুষ্টিত হয়। দীর্ঘ আলোচনায় এক পর্যায় স্বামী বলেন কোন কাবিন নাই কিসের তালাক কিসের দেনমোহর আমি উভয়কে নিয়ে সংসার করবো।

শালিশ বৈঠকের গন্যমান্য ব্যক্তিরা উভয়ের কথাশুনে কাবিনের করার উপর বেশি জোর দেন অতপর বিকেল ৫ঘটিকার সময় দশমিনা উপজেলা সদর কাজীর মাধ্যমে ১লক্ষ টাকা দেনমোহর ধার্য্য করে উভয়ের সন্মতিতে কাবিন করা হয় এবং উপজেলা ব্র্যাক অফিসের মানবধিকার ও আইন
সহায়তা কেন্দ্রের দয়িত্বরত কর্মকর্তা উল্কা রানী বিশ্বাস (ঐজখঝ) এর মাধ্যমে বিবাধমান দম্পত্তিকে পূনরায় সুখি ও সুন্দর সংসার পরিচালনা করার পরামর্শদেন।