বগুড়া আদমদীঘিতে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু তড়িঘড়ি লাশ দাফনের চেষ্টা
বগুড়া প্রতিনিধি :বগুড়ার আদমদীঘিতে সারিকা ইসলাম তুশি (১৭) নামে দশম শ্রেণির এক ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে।পরিবারের লোকজন তড়িঘড়ি করে তার লাশ দাফনের চেষ্টা করে। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শজিমেক হাসপাতালে পাঠায়। বৃহস্পতিবার (১৬ মে) সকালে পরিবারের নিকট ওই ছাত্রীর লাশ হস্তান্তর করা হয়েছে। সারিকা ইসলাম তুশি সান্তাহার পৌর
শহরের নতুনবাজার এলাকার শফিকুল ইসলামের মেয়ে ও নওগাঁ বিয়াম লাবরেটরি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার (১৫ মে) সকালে উপজেলার সান্তাহার পৌর শহরের বাঁশহাটি এলাকায় তুশির মৃত্যু হয়। মৃত্যুর পর পরিবারের লোকজন তড়িঘড়ি করে লাশ দাফনের পাঁয়তারা শুরু করে। গোসল করানোসহ দাফনের সব
কাজ প্রায় শেষ পর্যায়ে। এমন সময় কেউ কেউ গলায় দাগ দেখতে পায়। এছাড়া শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন দেখা যায়। এ নিয়ে এলাকাবাসীর সন্দেহ হলে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া সরকারি শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী বিষয় টি নিশ্চিত করে জানান খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছিল। আইনগত প্রক্রিয়া শেষে শিক্ষার্থীর লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে