দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি ঘুর্ণিঝড় “ রিমাল ” এর প্রভাবে পটুয়াখালী দশমিনা উপজেলায় মানবসেবা সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের মাঝে খাবার(খিচুরি) বিতরণ করা হয়।
গত রবিবার আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায় উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় “ রিমাল ” উপজেলায় আঘাত হানতে পারে। দশমিনা উপজেলা প্রশাসন জনগনের জানমাল রক্ষায় ১৩২ টি আশ্রয়কেন্দ্র ও সইেক্লোনশেল্টার প্রস্তুত করেন এবং সকলকে আশ্রয়কেন্দ্র অবস্থান করার নির্দেশ প্রদান করা হয়। রবিবার ও সোমবার রাতে দশমিনায় বিকেল থেকে দমকা হাওয়া ও প্রবল বৃষ্টিপাত হয়। দমকা হাওয়ায় এলাকায় প্রচুর ঘরবাড়ি ও গাছপালার ক্ষাতি হয়। সোমবার রাতে দশমিনা উপজেলার বাশঁবাড়িয়া ইউনিয়নে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রিত এবং নদীর পারের বিভিন্ন ঘরের লোকদের মাঝে “মানবসেবা” সংগঠন দশমিনা উপজেলার পক্ষথেকে খাবার(খিচুরি) বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মানবসেবা সংগঠনের সাধারণ সম্পাদকের সহধর্মিণী মোসাঃ ফাহিমা বেগম সহ মানবেসেবা সংগঠনের সদস্য গন।
মানবসেবা সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, মানুষের সেবায় নিজেদের অর্থায়নে কিছু করতে পারলে নিজেদের ধন্য মনেকরি। ঘূর্ণিঝড় রিয়াম এর প্রভাবে আশ্রয়কেন্দ্র আশ্রিত সাধারণ জনগনের পাশে দশমিনা উপজেলা প্রশাসনের পাশাপাশি “ মানবসেবা সংগঠন ” জনগনের পাশে থেকে কাজ করছে। জনগনের যে কোন দূর্যোগ ও দূরসময়ে আমাদের এ সেবা সবসময় অব্যহত থাকবে।