হেলাল মজুমদার কুষ্টিয়া
*এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই* এই স্লোগানকে সামনে নিয়ে ভেড়ামারা আদর্শ ডিগ্রি কলেজের “তারুণ্য মেলা-২০২৫” এর দিনটি জাঁকজমকপূর্ণভাবে পালন করা হয়েছে। সকাল ৯.৩০ থেকে মেলার কার্যক্রম শুরু হয় এবং আজকের দিনটি শিক্ষার্থীদের জন্য নানা প্রতিযোগিতা, প্রদর্শনী ও কর্মশালার মাধ্যমে সৃজনশীলতা, সংস্কৃতি এবং প্রযুক্তির প্রতি আগ্রহ বৃদ্ধির সুযোগ তৈরি করেছে।
আজকের মেলাও আনন্দ এবং উৎসাহে পূর্ণ, যেখানে শিক্ষার্থীরা একে অপরের সাথে মিলিত হয়ে নিজেদের প্রতিভা তুলে ধরছে। এই আয়োজন তাদের চিন্তা, দক্ষতা ও উদ্ভাবনী ক্ষমতা প্রকাশের একটি বড় মঞ্চ তৈরি করেছে।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ উপজেলা মাধ্যমিক অফিসার ফারুক আহমেদ, ভেড়ামারা আদর্শ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শামসুজ্জোহা রঞ্জু, বিজিএম কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আসলাম উদ্দিন, বিজিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম, ভেড়ামারা আদর্শ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক নুরুল আলম জসিম, ভেড়ামারা আদর্শ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আবু বক্কর সিদ্দিক, ভেড়ামারা আদর্শ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক নাজমুল আলম স্বপন, ভেড়ামারা আদর্শ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রউফ, ভেড়ামারা আদর্শ ডিগ্রী কলেজের ম্যানেজিং কমিটির সদস্য গোলাম মোস্তফা।