সাংবাদিক রশিদ মজুমদারের ২৭ম মৃত্যু বার্ষিকী পালিত
ভেড়ামারা প্রতিনিধি দৈনিক ইত্তেফাক, দৈনিক নিউনেশন, বাংলাদেশ টেলিভিশনের, মেহেরপুর জেলা প্রতিনিধি, ভেড়ামারা থেকে প্রকাশিত সাপ্তাহিক সীমান্ত কথা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক প্রকাশক ভেড়ামারা আদর্শ ডিগ্রী কলেজের সাবেক প্রতিষ্ঠিতা অধ্যক্ষ শিক্ষাসুরাণী, সমাজ সেবক এবং দৈনিক আমার সংবাদ পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি সাংবাদিক হেলাল মজুমদার এর মেজ ভাই আব্দুর রশিদ মজুমদারের ২৭ম মৃত্যু বার্ষিকী পালিতআব্দুর রশিদ মজুমদারের ২৭ম মৃত্যু বার্ষিক উপলক্ষে পূর্ব ভেড়ামারা বাসভবনে কোরআন খতম মিলাদ মাহফিলের আয়োজন করেন।চাঁদগ্রাম গোরস্থানে রশিদ মজুমদারের কবরে দোয়া ও মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়াও ভেড়ামারা আদর্শ ডিগ্রী কলেজে মরহুম আব্দুল রশিদ মজুমদারের ২৭তম মৃত্যু উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। অপর দিকে দুপুর ১২ টার সময় ভেড়ামারা আদর্শ ডিগ্রী কলেজে প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আব্দুর রশিদ মজুমদারের মৃত্যু বার্ষিকী উপলক্ষে কলেজ চত্বরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন। আদর্শ কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শামসুজ্জোহা রঞ্জু বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মিজানুর রহমান, মাহমুদ কবীর, আব্দুর রব, নাজমুল আলম, আসাদুজ্জামান, আবু বক্কর সিদ্দিক ফয়জাল হোসেন রবি, ফরিদা বেগম, রোকেয়া খাতুন, মখলেছুর রহমান, হেলাল মজুমদার, রওশনারা, দোয়া পরিচালনা করেন ডক্টর মো: নুরুল আমিন আমিন জসিম। মরহুম আব্দুর রশিদ মজুমদারের জীবনের স্মৃতির প্রতি আলোচনা করেন অত্র কলেজের শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীবৃন্দরা। উল্লেখ্য ১৯৯৮ সালের ১১ই ফেব্রুয়ারী আব্দুর রশিদ মজুমদার পেশাগত দায়িত্ব পালনের জন্য রাত ১০টার সময় কুষ্টিয়া অভিমুখে মাইক্রোবাসে যাওয়ার পথে-ভেড়ামারা বার মাইল মোড় নামক স্থানে তালগাছের সাথে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এই সড়ক দূরঘটনায় আব্দুর রশিদ মজুমদার গুরুতর আহত হলে তাকে প্রথমে কুষ্টিয়ার জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর অবস্থা আশঙ্ক জনক হলে সেই রাতে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ৫দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ১৬ ডিসেম্বর/৯৮ সকাল সাড়ে দশটার সময় আমাদের ছেড়ে আব্দুর রশিদ মজুমদার চির দিনের জন্য বিদায় নেন। তার মৃত্যুতে আমরা শোকাহত।