ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
মাদক নয়, খেলাই হোক যুব সমাজের পথ’—গাদন খেলায় বাচ্চু মোল্লা দৈনিক দিনের খবর পত্রিকার ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজশাহীর মোহনপুরে ওয়ার্ড কাপ ফুটবল টুর্নামেন্টে ফকিরপাড়া তরুণ সংঘ চ্যাম্পিয়ন বরেন্দ্র অঞ্চলে আমন ধানে ছত্রাক ও মাজরা পোকার আক্রমণে দিশেহারা কৃষকরা  লালপুরে চেয়ারম্যানের ছেলে সহ ইমো হ্যাক প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার ঘোড়াঘাটে ফুটপাত ও ড্রেন দখল প্রশাসনিক অবহেলায় বাড়ছে ভোগান্তি ভোটের শক্তিতেই পরিবর্তন, বন্দুকের ভয় নয় — প্রফেসর ড. সাইফুল ইসলাম কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ১৮ লাখ টাকার  চোরাচালানী পণ্য জব্দ দৌলতপুরে জমি নিয়ে বিরোধে সৎভাইয়ের হাতে যুবক খুন, আহত ৩ মিরপুর মালিহাদে বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত

বিএনপি নেত্রীকে কটূক্তি, জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর — কুষ্টিয়ায় উত্তেজনা

বিএনপি নেত্রীকে কটূক্তি, জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর — কুষ্টিয়ায় উত্তেজনা

হেলাল মজুমদার, কুষ্টিয়া
জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব আহসান হাবিব লিংকনের বিতর্কিত বক্তব্যকে ঘিরে কুষ্টিয়ার মিরপুর ও ভেড়ামারা এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে অশালীন মন্তব্য করায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরিণতিতে ভেড়ামারা শহরে ঝাড়ু মিছিল, স্লোগান ও পার্টি কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটে।

মঙ্গলবার (২১ অক্টোবর) মিরপুর উপজেলার আমলা বাজারে জাতীয় পার্টির (কাজী জাফর) আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন আহসান হাবিব। বক্তব্যে তিনি বিএনপি নেত্রী ফরিদা ইয়াসমিনের নাম উল্লেখ করে ব্যক্তিগতভাবে আক্রমণ করেন এবং অশালীন ভাষা ব্যবহার করেন। এ বক্তব্যের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা তাৎক্ষণিকভাবে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে।

ঘটনার প্রতিবাদে ফরিদা ইয়াসমিনের সমর্থকেরা ওই রাতেই ভেড়ামারা শহরে মোটরসাইকেল শোভাযাত্রা ও ঝাড়ু মিছিল বের করেন। তারা আহসান হাবিবের কার্যালয় ও বাসার সামনে বিক্ষোভ করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় প্রশাসন নিরাপত্তা জোরদার করে।

পরদিন (বুধবার) ভেড়ামারায় এক সংবাদ সম্মেলনে আহসান হাবিব লিংকন বিতর্কিত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, “মন-মেজাজ ঠিক না থাকায় অনাকাঙ্ক্ষিতভাবে ওই মন্তব্য করেছি। আমি ভুল স্বীকার করছি এবং ক্ষমা প্রার্থনা করছি।”

অন্যদিকে, ফরিদা ইয়াসমিন বলেন, “এ ধরনের অশালীন বক্তব্য রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। আমি এর তীব্র নিন্দা জানাই এবং সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহণের জন্য জেলা বিএনপিকে ভিডিও ক্লিপ পাঠিয়েছি।”

উল্লেখ্য, আহসান হাবিব লিংকন কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসন থেকে ২০ দলীয় জোটের প্রার্থী হিসেবে একাদশ সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন এবং এবারও মনোনয়ন প্রত্যাশী। একই আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ফরিদা ইয়াসমিন কুষ্টিয়া জেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতা এবং ঢাকায় তিন মেয়াদে মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয়ভাবে দুই নেতার মধ্যে দীর্ঘদিন ধরে চলা রাজনৈতিক বিরোধের বহিঃপ্রকাশ হিসেবেই এবারের ঘটনা দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Tag :
জনপ্রিয় সংবাদ

মাদক নয়, খেলাই হোক যুব সমাজের পথ’—গাদন খেলায় বাচ্চু মোল্লা

বিএনপি নেত্রীকে কটূক্তি, জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর — কুষ্টিয়ায় উত্তেজনা

আপডেট টাইম : ০৮:২৭:২২ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫

বিএনপি নেত্রীকে কটূক্তি, জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর — কুষ্টিয়ায় উত্তেজনা

হেলাল মজুমদার, কুষ্টিয়া
জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব আহসান হাবিব লিংকনের বিতর্কিত বক্তব্যকে ঘিরে কুষ্টিয়ার মিরপুর ও ভেড়ামারা এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে অশালীন মন্তব্য করায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরিণতিতে ভেড়ামারা শহরে ঝাড়ু মিছিল, স্লোগান ও পার্টি কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটে।

মঙ্গলবার (২১ অক্টোবর) মিরপুর উপজেলার আমলা বাজারে জাতীয় পার্টির (কাজী জাফর) আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন আহসান হাবিব। বক্তব্যে তিনি বিএনপি নেত্রী ফরিদা ইয়াসমিনের নাম উল্লেখ করে ব্যক্তিগতভাবে আক্রমণ করেন এবং অশালীন ভাষা ব্যবহার করেন। এ বক্তব্যের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা তাৎক্ষণিকভাবে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে।

ঘটনার প্রতিবাদে ফরিদা ইয়াসমিনের সমর্থকেরা ওই রাতেই ভেড়ামারা শহরে মোটরসাইকেল শোভাযাত্রা ও ঝাড়ু মিছিল বের করেন। তারা আহসান হাবিবের কার্যালয় ও বাসার সামনে বিক্ষোভ করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় প্রশাসন নিরাপত্তা জোরদার করে।

পরদিন (বুধবার) ভেড়ামারায় এক সংবাদ সম্মেলনে আহসান হাবিব লিংকন বিতর্কিত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, “মন-মেজাজ ঠিক না থাকায় অনাকাঙ্ক্ষিতভাবে ওই মন্তব্য করেছি। আমি ভুল স্বীকার করছি এবং ক্ষমা প্রার্থনা করছি।”

অন্যদিকে, ফরিদা ইয়াসমিন বলেন, “এ ধরনের অশালীন বক্তব্য রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। আমি এর তীব্র নিন্দা জানাই এবং সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহণের জন্য জেলা বিএনপিকে ভিডিও ক্লিপ পাঠিয়েছি।”

উল্লেখ্য, আহসান হাবিব লিংকন কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসন থেকে ২০ দলীয় জোটের প্রার্থী হিসেবে একাদশ সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন এবং এবারও মনোনয়ন প্রত্যাশী। একই আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ফরিদা ইয়াসমিন কুষ্টিয়া জেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতা এবং ঢাকায় তিন মেয়াদে মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয়ভাবে দুই নেতার মধ্যে দীর্ঘদিন ধরে চলা রাজনৈতিক বিরোধের বহিঃপ্রকাশ হিসেবেই এবারের ঘটনা দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।