দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দশমিনা উপজেলার আলীপুর ইউনিয়নে আদালতের নিশেধাজ্ঞা অমান্য করে এক সংখ্যালগুর পরিবারেরর জমি দখলের অভিযোগ উঠেছে। থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আলীপুর ইউনিয়নের অসীম চন্দ্র দাসের পৈত্তিক সূত্রে আলীপুর কলেজের উত্তর পাশে জে.এল ৭৮ খতিয়ান ৩২৭ এর ৫৮১৮নং দাগের ৪৬ শতাংশ জমি নিয়ে স্থাণীয় নাসির মৃধা গংদের সাথে বিরোধ চলে আসছিল।
এঘটনায় দশমিনা সহকারী জজ আদালত পটুয়াখালী দেঃ মোঃ নং- ০৬/২০২১ চলমান রয়েছে। ওই মামলায় আদালতের সন্তোষ্ট হয়ে বিরোধীয় জমিতে নিশেধাজ্ঞার নির্দেশ দেন। গত রোবার সকালে ওই বিরোধীয় জমিতে জোরপূর্বক দখল পাকা ভবন নির্মান করে আসছে নাসির গংরা।ভুক্তভোগী অসীম অভিযোগ করে জানান, ওই কাজে বাঁধা দিতে গেলে নাসির গংরা হামলা মামলা ও প্রান নাশের হুমকি দিয়েছে।
এ ব্যাপারে অসীম চন্দ্র দাস ওই দিন দশমিনা থানায় নাসিরসহ ৭ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছে। এ ব্যাপারে নাসির মৃধার মোবাইলে কল দিলে তার (০১৭৮৫৯৬৬৮৮৪) বন্ধ থাকায় কোন বক্তব্য দেয়া সম্ভব হয়নি।এ বিষয়ে থানা ওসি মোঃ জসীম জানান, লিখিত অভিযোগ হাতে পেয়েছি।
ঘটনাস্থলে পুলিশ পাঠনো হয়েছে। বিরোধীয় জমিতে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে