1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
নাটোরের বড়াইগ্রামে সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকান্ড - dailynewsbangla
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন: সভাপতি নির্বাচিত বাচ্চু মোল্লা, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন কুষ্টিয়ার ভেড়ামারার রায়টা বালুঘাটে   ফিল্মী স্টাইলে গুলিবর্ষণ কৃষক আহত আলফাডাঙ্গা বাজার বণিক সমিতির নির্বাচনে প্রচারণা তুঙ্গে  ভেড়ামারায় তুলাচাষীদের মাঝে বিনামুল্য  উপকরণ বিতরণ ফলন ভালো হলেও দাম নিয়ে হতাশায় নওগাঁর কাঁচা মরিচ চাষীরা  ঘোড়াঘাটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটে স্বাস্থ্যসেবা ব্যাহত মৎস্যজীবী হত্যার ৩ নম্বর আসামি  র‍্যাবের হাতে গ্রেপ্তার রাজশাহীতে সেনা অভিযানে হত্যাসহ অসংখ্য মামলার আসামি জুলুসহ গ্রেপ্তার-৩ মান্দায় ইউএনও শাহ আলম ইউক্যালিপটাসের চারা নিধন করলেন প্রেমের টানে মেয়ের নানার বাড়িতে ছেলের অনশন, বিয়েতে অনীহা ছেলের পরিবারের

নাটোরের বড়াইগ্রামে সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকান্ড

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১

নাটোর প্রতিনিধিঃ নাটোরের বড়াইগ্রাম উপজেলার বৃহত্তম ব্যবসা কেন্দ্র মৌখাড়া বাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের মাধ্যমে অগ্নিকান্ডে কোটি টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বনপাড়া ফায়ার ষ্টেশনের ইনচার্জ আসাদুজ্জামান জানান, মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় মৌখড়া বাজারের ডিজেল, পেট্রল ও গ্যাস সিলিন্ডার বিক্রেতা সুজন এন্টারপ্রাইজে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। মুহুর্তে তার পাশের একই জাতীয় আল মামুন এন্টারপ্রাইজ এবং শাহমখদুম ওয়ার্কশপ দোকানে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে প্রথমে বনপাড়া পড়ে নাটোর ও গুরুদাসপুর থেকে ফায়ার সার্ভিস দল এসে একযোগে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কিন্তু ডিজেলের ড্রাম ও গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের লেলিহান শিখা বাড়তে থাকে। প্রায় তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে অন্তত ৩০০ গ্যাস সিলিন্ডার ও ১ হাজার লিটার তেল পুড়াসহ অন্তত এক কোটি টাকার সম্পাদ পুড়ে যায়।

আগুন নিয়ন্ত্রে আনতে আমাদের কর্মী আহত। তাকে প্রাথমিক চিকিৎষা দেওয়া হয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শি কাউসার আহমেদ জানান, হঠ্যাৎ করেই সুজন ইন্টারপ্রাইজের গ্যাস সিলিন্ডারে আগুন দেখা যায়। হ্যান্ড অক্সিজেন নেভানোর চেষ্টা করে ব্যার্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যাক্তি জানান, একই দোকানে গ্যাস সিলিন্ডার, পেট্রল, ডিজেল কিভাবে বিক্রয় করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, উর্দ্ধোতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ