মাহবুব,মহাদেবপুর(নওগাঁ) প্রতিনিধি: পবিত্র মাহে রমজানকে সামনে রেখে সবজির বাজারে হঠাৎ করেই বেড়ে গেছে বেগুনের দাম। রমজানের একদিন আগে প্রতি কেজি বেগুনের মূল্য ২০ থেকে ২৫ টাকা থাকলেও বর্তমানে কেজি প্রতি দাম রাখা হচ্ছে ৫৫ থেকে ৬০টাকা। তবে দর কষাকষি করলে প্রতি কেজি মিলছে ৫০ টাকায়।
জেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে বেগুনের দাম প্রতি কেজি ৫০ টাকা রাখা হচ্ছে। অথচ গত সপ্তাহেও কেজি প্রতি মূল্য ছিল ২৫ টাকা।এদিকে পর্যাপ্ত সরবরাহ থাকার পরও হঠাৎ করে বেগুনের দাম বেড়ে যাওয়ায় ক্রেতাদের মাঝে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে এই প্রতিবেদকের কাছে ক্ষোভও প্রকাশ করেছেন। রমজানকে ঘিরেই এক অসাধু ব্যবসায়ীরা অধিক মোনাফার লোভে বাবার অস্থিও করে এমনি অভিযোগ সমালোচকদের।