ডিইলি নিউজ বাংলা ডেক্স: কুষ্টিয়া দৌলতপুরে আল-সালেহ লাইফ লাইন এন্টারপ্রাইজ বাংলাদেশ লিঃ এর পক্ষ থেকে অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। প্রকল্প পরিচালক ও বিশিষ্ট সমাজ সেবক হাজী হুমায়ুন কবির।
শুক্রবার (৩০ এপ্রিল-২০২১) সকালে অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে চাল, ডাল, আলু, পেয়াজ, তেল সহ সর্বপ্রকার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ৭টার সময় জয়রামপুর বাজারে ৪০০ ও সকাল ৯ টার সময় তারাগুনিয়া সাবেক সংসদ সদস্য আফাজ উদ্দিন আহাম্মেদ এর বাড়ির সামনে থেকে ৬০০ গঙ্গারামপুর ২০০ মোট ১২০০ পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, আল-সালে লাইফ লাইন এন্টারপ্রাইজ বাংলাদেশ লিঃ কোম্পানির প্রকল্প পরিচালক, বিশিষ্ট সমাজ সেবক হাজী হুমায়ুন কবির, প্রজেক্ট ম্যানেজার মোঃ মামুনুর রশিদ সহ অন্যান্যরা।
আল-সালে লাইফ লাইন এন্টারপ্রাইজ বাংলাদেশ লিঃ কোম্পানির প্রকল্প পরিচালক, বিশিষ্ট সমাজ সেবক হাজী হুমায়ুন কবির বলেন, সারাবিশ্বে মহামারী করোনাভাইরাস এর শুরু থেকে আল-সালেহ লাইভ লাইন এন্টারপ্রাইজ বাংলাদেশ লিঃ এর পক্ষ থেকে চাল, ডাল, আলু, পেয়াজ, তেল সহ সর্বপ্রকার সহযোগিতা আমরা করেছি, এ পযন্ত ৮ হাজার অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী দিয়েছি ও দ্বিতীয় ঢেউ এ রমজান মাস থেকে শুরু করেছি এবং রমজানের শেষ পর্যন্ত চলবে।