1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
দশমিনায় খাল দখল করে পাকা ভবন নির্মাণ - dailynewsbangla
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
অফিস সময়ে রান্নায় ব্যস্ত পশ্চিমাঞ্চল রেলের কর্মচারীরা, উঠেছে অফিস কাজে অনীহার অভিযোগ ভেড়ামারায় আলামিন জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড ক্ষয়ক্ষতির পরিমাণ ১০ কোটি টাকা পরিচ্ছন্নতার নামে বোয়ালমারী সরকারি কলেজের গাছের বড় বড় ডাল কর্তন দৌলতপুরে ‘জুলাই পুনর্জাগরণ’ কর্মসূচিতে ভার্চুয়াল শপথ ও আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই ‘জুলাই পুনর্জাগরণ’ সমাজ গঠনে শপথ গ্রহন অনুষ্ঠান ও আলোচনা সভা বরেন্দ্র অঞ্চলে পুরুষ-নারী শ্রমিক একই কাজ করলেও বেতনের বৈষম্য  বোয়ালমারীতে এক গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগে মামলা, গ্রেপ্তার ১ মাইলস্টোন ট্র্যাজেডি” আলফাডাঙ্গায় গ্রামের বাড়িতে রাইসার দাফন সম্পন্ন লক্ষীপুর চররুহিতা ইউনিয়ন বিএনপি’র কাউন্সিল সভাপতি প্রার্থী নূর হোসেন চৌধুরী আরজু আমাদের  সন্তানদের সামাজিক ও পারিবারিক সুশাসনের খুবই প্রয়োজন – ডিসি তৌফিকুর রহমান

দশমিনায় খাল দখল করে পাকা ভবন নির্মাণ

ডেইলী নিউজ বাংলা ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ৭ জুন, ২০২১

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি: দশমিনা উপজেলা সদরের প্রাণকেন্দ্রে খাল দখল করে পাকা ভবন নির্মাণ করার অভিযোগ উঠেছে এক সৌদি প্রবাসীর বিরুদ্ধে। এই ভবন নির্মাণের কারণে দশমিনা উপজেলা সদরের গুরুত্বপূর্ণ ওই খালে পণ্য পরিবহনের জন্য নৌযান চলাচলে চরম ভোগান্তিতে পড়বে।

উপজেলা ভূমি অফিস থেকে ৭ কার্যদিবসের মধ্যে ভবন নির্মাণ স্থগিতের নোটিশ দিলেও রহস্যজনক কারণে ওই পাকা ভবনের নির্মাণ কাজ
অব্যাহত রয়েছে। স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে, দশমিনা উপজেলা সদরের বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ নলখোলা নতুন সেতু সংলগ্ন খালের ভেতরে প্রায় ১০ ফুট দখল করে পাকা ভবন নির্মাণ করছেন উপজেলার আলীপুরা ইউনিয়নের বাসিন্দা সৌদি প্রবাসী মো. ইমরান হোসেন।

কাজের তদারকির দায়িত্বে থাকা তার শ্যালক মো. আল আমীন জানান, তার দুলাভাই সৌদি যাওয়ার আগে ২০০৮ সাল থেকে ওই জমি উপজেলা ভূমি অফিস থেকে ডিসিআর (এক বছরের লিজ) এর মাধ্যমে প্রতিবছর খাজনা পরিশোধ করে ভোগ দখলে রয়েছেন।

জনগুরুত্বপূর্ণ খালের মধ্যে এবং দীর্ঘদিন বিদেশ থেকেও কীভাবে আপনার দুলাভাইয়ের নামে ডিসিআর পেলেন ও খাস জমিতে পাকা ভবন করার ব্যাপারে জানতে চাইলে তিনি জানান, উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন তহশিল অফিস পাকা ভবন করার অনুমতি দিয়েছেন।

এরকম খাল দখল করে একাধিক মালিক দোকান পাকা ভবন নির্মান করে ব্যবসা প্রতিষ্ঠান বহমান আছে। এ ব্যপারে দশমিনা সদর ইউনিয়ন তহশিলদার মো. মনির হোসেন জানান, ডিসিআর এর শর্ত অনুযায়ী তাকে পুরাতন ঘর মেরামতের অনুমতি দেয়া হয়েছে। পাকা ভবন করার অনুমতি দেয়া হয়নি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল কাইয়ুম জানান, খাল দখল করে পাকা ভবন করার কেনো সুযোগ নেই এবং গত বৃহস্পতিবার অভিযোগ পেয়ে দখলে থাকা খালের ১৫টি ঘর ৭ কার্যদিবসের মধ্যে সরিয়ে নেয়ার নোটিশ দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. আল আমিন জানান, খাল দখল করে পাকা ভবন নির্মাণকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ