মনিরুল ইসলাম মনি, দাকোপ(খুলনা) প্রতিনিধিঃ শ্বাসকষ্টের যন্ত্রনা সইতে না পেরে আত্নহত্যায় বাধ্য হয়েছে করোনায় আক্রান্ত সুনীল মন্ডল (৬০)।
ঘটনাটি ঘটেছে দাকোপের তিলডাঙ্গা ইউনিয়নের নিশানখালী গ্রামে। ইউপি চেয়ারম্যান রনজিত মন্ডল জানায়, ওই গ্রামের মৃঃ সুবোল মন্ডলের পুত্র সুনীল মন্ডল সম্প্রতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নিজ বাড়ীতেই চিকিৎসাধীন ছিলেন।
বুধবার রাতে তার প্রচন্ড শ্বাস কষ্ট দেখা দেয়। এ সময় যন্ত্রনা সহ্য করতে না পেরে এক পর্যায়ে বৃহস্পতিবার ভোরবেলা নিজ ঘরের চালের পাড়ের সাথে গামছা পেছিয়ে আত্নহত্যা করে। এমন হ্নদয় বিদারক ঘটনার খবর ছড়িয়ে পড়লে ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে।
জানা যায় একই ইউনিয়নের তিলডাঙ্গা গ্রামে মৃঃ গোপাল ঢালীর পুত্র নারায়ন ঢালী (৬৫) বৃহস্পতিবার এবং বটবুনিয়া বাজার এলাকার শামসুর গাজীর পুত্র বাবলু গাজী (৪৮) বুধবার করোনার উপসর্গ নিয়ে মারা যায়। এ ছাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় অধিকাংশ মানুষ স্বর্দি জ্বরে আক্রান্ত।