পটুয়াখালী প্রতিনিধিঃ শম্ভু সাহা: পটুয়াখালীতে লকডাউনের সপ্তম দিনেও দরিদ্র মানুষের ঘরে ঘরে গিয়ে খাদ্য সহায়তা পৌছে দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্যান্টনমেন্টের ৪২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লেঃ কর্নেল খন্দকার মুনীর হোসেনের পক্ষে লেঃ লুবিয়া কামরুন রায়ার নেতৃত্বে সেনা সদস্যরা।
আজ (০৭ জুলাই) বুধবার দিনব্যাপী পটুয়াখালী সদর, দুমকী ও বাউফলের বিভিন্ন এলাকায় শতাধিক দরিদ্র পরিবারের দ্বারে দ্বারে গিয়ে দরিদ্র মানুষের হাতে খাদ্য সহায়তা তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্যান্টনমেন্টের ৪২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লেঃ কর্নেল খন্দকার মুনীর হোসেন এর পক্ষে লেঃ লুবিয়া কামরুন রায়া।
এ সময় তার সাথে ছিলেন কর্পোঃ মশিউর, সৈনিক রফিকসহ অন্যান্য সেনা সদস্য। লেঃ লুবিয়া কামরুন রায়া জানান, অধিনায়ক লেঃ কর্নেল খন্দকার মুনীর হোসেন স্যারের নির্দেশনায় ও পরামর্শে মহামারি করোনা সংক্রমন প্রতিরোধে লকডাউনের বিধি নিষেধ কার্যকর করার পাশাপাশি আমরা সেনাবাহিনীর সদস্যরা নিজেদের অর্থায়নে অসহায় দরিদ্র মানুষের ঘরে ঘরে গিয়ে তাদের হাতে খাদ্য সহায়তা চাল,ডাল,তেল, চিনি, আটাসহ অন্যান্য খাদ্য সহায়তা তুলে দিচ্ছি।
জেলার ৮টি উপজেলায় পাঁচটি গ্রুপে প্রথম পর্যায় ৭৫০ টি দরিদ্র পরিবারের ঘরে খাদ্য সহায়তা পৌছে দেয়ার কার্যক্রমের দ্বিতীয় দিন সদর, দুমকী ও বাউফলের বিভিন্ন স্থানে হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন হয়েছে। প্রতি খাদ্য সহায়তার প্যাকেটে রয়েছে ৫ কেজি চাল, ২ কেজি আটা, ২ কেজি ডাল, ২ লিটার তৈল ও ৫০০ গ্রাম লবন। এ খাদ্য সহায়তা প্রদান কর্মসূচী অব্যাহত থাকবে বলে লেঃ লুবিয়া কামরুন রায়া জানান।
উল্লখ্য ০৬ জুলাই মঙ্গলবার সকালে পটুয়াখালী সদরের পুরাতন ফেরীঘাট এলাকায় দরিদ্র মানুষের ঘরে ঘরে গিয়ে দরিদ্র মানুষের হাতে খাদ্য সহায়তা তুলে দিয়ে এ খাদ্য সহায়তা প্রদান কর্মসূচী শুরু করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্যান্টনমেন্টের অধিনায়ক খন্দকার লেঃ কর্নেল খন্দকার মুনীর হোসেন। খাদ্য সহায়তা প্রদানের সময় লেঃ রায়া সবাইকে মাস্ক ব্যবহারসহ সরকারের স্বাস্থ্য বিধি মেনে চলার আহবায়ন জানান।