ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় ৩১ দফা বাস্তবায়নের বিএনপির লিফলেট বিতরণ ভেড়ামারায় বিএনপি  ৩১ দফার লিফলেট বিতরণ ভেড়ামারা বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন গোদাগাড়ীতে জোরপূর্বক বাড়ী দখলের চেষ্টা ভেড়ামারায় মা সমাবেশ ও ফ্রি ক্লাসের উদ্ধোধন বোয়ালমারীতে মোটরসাইকেলকে বাসের ধাক্কা  কলেজ শিক্ষার্থী নিহত কুষ্টিয়ার দৌলতপুরে বিয়ে বাড়িতে দুর্ধর্ষ চুরি, লুটে নেওয়া হয়েছে ৫ লক্ষ টাকার মালামাল দৌলতপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চারটি বাড়ি, ৫০ লক্ষাধিক টাকার ক্ষতি দৌলতপুরে জমি সংক্রান্ত বিরোধে প্রবাসীর বাড়িতে হামলা, স্ত্রী ও সন্তানসহ আহত ৩ দৌলতপুরে শিক্ষক ধর্মঘট, পুলিশ-আমলাদের সন্তানদের পাঠদান না করার ঘোষণা

দশমিনায় ইউপি সচিব ও তথ্য সেবক এর বিরুদ্ধে জন্ম সনদে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ

মোঃ বেল্লাল হোসেন: পটুয়াখালী দশমিনা উপজেলার ২নং আলীপুর ইউনিয়ন পরিষদের সচিব মোঃজাহিদুল ইসলাম ও তথ্যসেবা কেন্দ্রের দায়িত্বরত মোঃ জহিরের বিরুদ্ধে নিয়মনীতি তোয়াক্কা না করে জন্ম সনদ প্রদানে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ জম্ম সনদ প্রতি আবেদনে ১শ টাকা ও সনদপত্র ৩শত টাকা আদায় করে নিচ্ছেন সচিব ও তথ্য সেবক।

সরেজমিনে গেলে ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মো. শহিদুল ফকিরের স্ত্রী মোসাঃ পারভিন অভিযোগ করে বলেন, আমি চারটি জন্ম সনদের জন্য আবেদন করলে তথ্য সেবা কেন্দ্রের জহির প্রতিটি আবেদনে ১শ টাকা করে মোট ৪শ টাকা রাখে পরে জন্ম সনদ আনতে গেলে ইউপি সচিব মোঃ জাহিদুল ইসলাম প্রত্যেকটি জন্ম সনদের জন্য ৩শ টাকা করে মোট ১২শ টাকা নিয়েছেন।

এক হাতে টাকা এক হাতে জন্ম সনদ দেন তিনি একই ওয়ার্ডের বিধবা হাসিনা বেগম , ৩নং ওয়ার্ডের শাহনাজ পারভিন বলেন, আমি জন্ম সনদের জন্য আবেদন করেছি আবেদনে ৫০ টাকা এবং জন্ম সনদের জন্য সচিবকে ২শত টাকা দিয়েছি। আগের সচিব ২শত৫০টাকা নিত এখন সচিব ২শত টাকা নিয়েছে। ৬নং ওয়ার্ডের মো. সাইদুলের স্ত্রী নাছিমা এ প্রতিনিধির কাছে অভিযোগ করে বলেন, জন্ম সনদ এর জন্য আবেদনে জহিরকে ১শত টাকা এবং জন্ম সনদ পেতে সচিবকে ২শত টাকা দিয়েছি।

এত টাকা কেন নেয় জানিনা শুুনছি জন্ম সনদ করাইলে ২৫টাকা লাগে।অভিযোগের বিষয় জানতে চাইলে ইউপি সচিব মো. জাহিদুল ইসলাম এ প্রতিনিধিকে বলেন, আমি যোগদানের পর জন্ম সনদে সরকার নির্ধারিত বয়স অনুসারে টাকা রাখি। ভুক্তভোগি শাহনাজ পারভিন সামনা সামনি বলেন আমি সচিবকে জন্ম সনদের জন্য ২শত টাকা দিয়েছি তখন সচিব বলেন, বয়স ও সংশোধনীর জন্য ১শত টাকা রাখি চেয়ারম্যান সাহেব টাকা রাখতে বলেছেন আমাদের সাইবারে কাজ করেনা জন্ম সনদের জন্য বাহিরে গিয়ে প্রিন্ট করতে হয় তাই ২শত ও ৩শত টাকা রখি।

আবেদনের জন্য জহিরকে ৫০ টাকা করে রাখতে বলেছি। তিনি ১শত টাকা করে রাখেন তা জানিনা। তথ্য সেবা কেন্দ্রের জহির বলেন, আমি আবেদনে খরচ বাবদ ৫০ টাকা করে রাখি। এ সংক্রান্ত বিষয়ে ২নং আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আতিকুর রহমান (সাগর) এর কাছে ফোন দিলে প্রতিনিধির পরিচয় দিলে ফোন কেটে দেন। বারবার চেস্টা করার পরও ফোন রিসিভ করেননি।

Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় ৩১ দফা বাস্তবায়নের বিএনপির লিফলেট বিতরণ

দশমিনায় ইউপি সচিব ও তথ্য সেবক এর বিরুদ্ধে জন্ম সনদে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ

আপডেট টাইম : ০৫:৩৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১

মোঃ বেল্লাল হোসেন: পটুয়াখালী দশমিনা উপজেলার ২নং আলীপুর ইউনিয়ন পরিষদের সচিব মোঃজাহিদুল ইসলাম ও তথ্যসেবা কেন্দ্রের দায়িত্বরত মোঃ জহিরের বিরুদ্ধে নিয়মনীতি তোয়াক্কা না করে জন্ম সনদ প্রদানে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ জম্ম সনদ প্রতি আবেদনে ১শ টাকা ও সনদপত্র ৩শত টাকা আদায় করে নিচ্ছেন সচিব ও তথ্য সেবক।

সরেজমিনে গেলে ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মো. শহিদুল ফকিরের স্ত্রী মোসাঃ পারভিন অভিযোগ করে বলেন, আমি চারটি জন্ম সনদের জন্য আবেদন করলে তথ্য সেবা কেন্দ্রের জহির প্রতিটি আবেদনে ১শ টাকা করে মোট ৪শ টাকা রাখে পরে জন্ম সনদ আনতে গেলে ইউপি সচিব মোঃ জাহিদুল ইসলাম প্রত্যেকটি জন্ম সনদের জন্য ৩শ টাকা করে মোট ১২শ টাকা নিয়েছেন।

এক হাতে টাকা এক হাতে জন্ম সনদ দেন তিনি একই ওয়ার্ডের বিধবা হাসিনা বেগম , ৩নং ওয়ার্ডের শাহনাজ পারভিন বলেন, আমি জন্ম সনদের জন্য আবেদন করেছি আবেদনে ৫০ টাকা এবং জন্ম সনদের জন্য সচিবকে ২শত টাকা দিয়েছি। আগের সচিব ২শত৫০টাকা নিত এখন সচিব ২শত টাকা নিয়েছে। ৬নং ওয়ার্ডের মো. সাইদুলের স্ত্রী নাছিমা এ প্রতিনিধির কাছে অভিযোগ করে বলেন, জন্ম সনদ এর জন্য আবেদনে জহিরকে ১শত টাকা এবং জন্ম সনদ পেতে সচিবকে ২শত টাকা দিয়েছি।

এত টাকা কেন নেয় জানিনা শুুনছি জন্ম সনদ করাইলে ২৫টাকা লাগে।অভিযোগের বিষয় জানতে চাইলে ইউপি সচিব মো. জাহিদুল ইসলাম এ প্রতিনিধিকে বলেন, আমি যোগদানের পর জন্ম সনদে সরকার নির্ধারিত বয়স অনুসারে টাকা রাখি। ভুক্তভোগি শাহনাজ পারভিন সামনা সামনি বলেন আমি সচিবকে জন্ম সনদের জন্য ২শত টাকা দিয়েছি তখন সচিব বলেন, বয়স ও সংশোধনীর জন্য ১শত টাকা রাখি চেয়ারম্যান সাহেব টাকা রাখতে বলেছেন আমাদের সাইবারে কাজ করেনা জন্ম সনদের জন্য বাহিরে গিয়ে প্রিন্ট করতে হয় তাই ২শত ও ৩শত টাকা রখি।

আবেদনের জন্য জহিরকে ৫০ টাকা করে রাখতে বলেছি। তিনি ১শত টাকা করে রাখেন তা জানিনা। তথ্য সেবা কেন্দ্রের জহির বলেন, আমি আবেদনে খরচ বাবদ ৫০ টাকা করে রাখি। এ সংক্রান্ত বিষয়ে ২নং আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আতিকুর রহমান (সাগর) এর কাছে ফোন দিলে প্রতিনিধির পরিচয় দিলে ফোন কেটে দেন। বারবার চেস্টা করার পরও ফোন রিসিভ করেননি।