***** মোঃ মাবজুলুল বারী খসরু *****
প্রকাশঃ ১৯-০৭-২০২২
সারাদিনের ব্যস্ততা ও ক্লান্তি শেষে অবসাদে
রাতে যখন ঘুমে দু’চোখ হারাবে নিঃসীমে
তখনই আমি তোমার চোখে ভেসে উঠবো
তোমার হ্নদয়ে প্রেমের নিনাদ তুলবো।
সারাদিনের ব্যস্ততার শেষে
ক্লান্ত দুপুরে যখন তুমি অবসাদ দূরণে
এক কাপ গ্রীন কফি খেতে চাইবে
তখন সেই ধুমায়িত কপির বাষ্পীভূত ধোঁয়ায়
আমার ছবি ভেসে উঠতে দেখবে ।
অফিসে কাজের ফাঁকে বা লাঞ্চে
কলিগদের সাথে জমিয়ে আড্ডায় যখন
হাসি ঠাট্টায় মেতে উঠবে,
জেনো ঠিক তখনই এক ঝলকে তোমার
চোখে আমার হাসিমাখা মুখ ভেসে উঠবে।
আবার সকালে জানালা দিয়ে মিষ্টি রোদের
হালকা আভা যখন তোমার চোখ ছুঁয়ে
ঘুম ভাঙাবে, তখন
তুমি সে ছোঁয়া আমার ভেবেই ঘুম থেকে
জেগে উঠবে।
এভাবেই আমি আছি,
থাকবো তোমার জীবনে
প্রতিপদে প্রতিক্ষণে হয়ে
আলো ছায়া খেল,
পাওয়া না পাওয়ার সব দ্বিধা দ্বন্দ্ব ঘুচে
জীবন হাসবে নাচবে গাইবে প্রেমের গান
বাজিয়ে সুখী সংসারের বেল,
যা চলবে আজন্মকাল।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 























