ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
২০ বছর পর রায়: খ্রিস্টান সম্প্রদায়ের দুইজনকে হত্যায় ৪ জনের যাবজ্জীবন পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত  প্রশিক্ষণ কোর্স এর উদ্বোধন করলেন এসপি সাফিউল সারোয়ার দিনাজপুরের কৃতি সন্তান রোকমুনুর জামান রনি আবারও বেসিস সহায়ক কমিটিতে নির্বাচিত পদ্মার চরে বন্দুকযুদ্ধে নিহত ৩, গুলিবিদ্ধ ২ যাকেই মনোনয়ন দেওয়া হবে তার পক্ষে কাজ করতে হবে, তারেক রহমান আবারো ভালো কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কারে ভূষিত হলেন ওসি শাহিন রেজা  মাদকমুক্ত সমাজ গড়তে সামাজিক আন্দোলনের বিকল্প নেই–ইউএনও আরিফুজ্জামান  ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফেস্টিভ্যালে ইংরেজি বিতর্কে চ্যাম্পিয়ন সরকারি বালিকা বিদ্যালয় লালপুরে নারীর জাগরণ মঞ্চ করলেন- পুতুল নারীর অগ্রযাত্রায় জিয়া পরিবার ভূমিকা রেখেছে ঐতিহাসিকভাবে—অধ্যাপক শহীদুল

ফরিদপুরে ৩১ কেজি গাঁজাসহ পিতা পুত্র আটক

ছবিঃ আটকৃত মাদক ব্যবসায়ী পিতা- পুত্র।

বিধান মন্ডল ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর র‍্যাব কর্তৃক ৩১ কেজি গা্ঁজাসহ দুই পিতা পুত্রকে জেলার ভাঙ্গার কররা গ্রাম থেকে আটক করা হয়েছে বলে জানাগেছে।

বৃহসপতিবার (৪ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে ফরিদপুর গনমাধ্যম কে জানানো হয়, ফরিদপুর র্যাব-৮, সিপিসি-২ র্যাবের কোম্পানি অধিনায়ক এবং স্কোয়াড অধিনায়ক এর নেতৃত্বে বুধবার ( ৩ নভেম্বর) সকালে উক্ত এলাকা থেকে পিতা- পুত্রকে আটক করেন বলে গনমাধ্যম কে জানানো হয়।

আটকৃত মোঃ আসিফ(২৫) পিতা, মোঃ বাবু মাতুব্বর সাং দোয়াইর, থানা ভাঙ্গা,জেলা ফরিদপুর। মোঃ আলমগীর হোসেন(৪০) পিতা,মোঃ শাহ আলম সাং জগমোহনপুর,উপজেলা চৌদ্দ গ্রামঃ জেলা কুমিল্লা।

আটকের সময় আটকৃত দুইজনের কাছ থেকে তিনটি সীমকার্ডসহ তিনটি মোবাইল উদ্বার করা হয়। জানাযায়, আটকৃত দুই জনই পেশাদার মাদক ব্যবসায়ী। এরা ফরিদপুর জেলার বিভিন্ন জায়গায় মাদকদ্রব্য বিকিকিন করে বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছ।

প্রসঙ্গত ঃ আটকৃত আসিফের মায়ের সাথে কুমিল্লার মাদক ব্যবাসয়ী আলমগীরের সাথে মাদক ব্যবসার মধ্য দিয়ে পরিচয় ঘটলে প্রেম থেকে বিয়ে হয়। সেই সূত্র ধরে আটকৃত আসিফ ও আলমগীর সম্পর্কে পিতা- পুত্র। এ বিষয়, মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানাগেছে।

 

Tag :
জনপ্রিয় সংবাদ

২০ বছর পর রায়: খ্রিস্টান সম্প্রদায়ের দুইজনকে হত্যায় ৪ জনের যাবজ্জীবন

ফরিদপুরে ৩১ কেজি গাঁজাসহ পিতা পুত্র আটক

আপডেট টাইম : ০৪:৪৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১

বিধান মন্ডল ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর র‍্যাব কর্তৃক ৩১ কেজি গা্ঁজাসহ দুই পিতা পুত্রকে জেলার ভাঙ্গার কররা গ্রাম থেকে আটক করা হয়েছে বলে জানাগেছে।

বৃহসপতিবার (৪ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে ফরিদপুর গনমাধ্যম কে জানানো হয়, ফরিদপুর র্যাব-৮, সিপিসি-২ র্যাবের কোম্পানি অধিনায়ক এবং স্কোয়াড অধিনায়ক এর নেতৃত্বে বুধবার ( ৩ নভেম্বর) সকালে উক্ত এলাকা থেকে পিতা- পুত্রকে আটক করেন বলে গনমাধ্যম কে জানানো হয়।

আটকৃত মোঃ আসিফ(২৫) পিতা, মোঃ বাবু মাতুব্বর সাং দোয়াইর, থানা ভাঙ্গা,জেলা ফরিদপুর। মোঃ আলমগীর হোসেন(৪০) পিতা,মোঃ শাহ আলম সাং জগমোহনপুর,উপজেলা চৌদ্দ গ্রামঃ জেলা কুমিল্লা।

আটকের সময় আটকৃত দুইজনের কাছ থেকে তিনটি সীমকার্ডসহ তিনটি মোবাইল উদ্বার করা হয়। জানাযায়, আটকৃত দুই জনই পেশাদার মাদক ব্যবসায়ী। এরা ফরিদপুর জেলার বিভিন্ন জায়গায় মাদকদ্রব্য বিকিকিন করে বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছ।

প্রসঙ্গত ঃ আটকৃত আসিফের মায়ের সাথে কুমিল্লার মাদক ব্যবাসয়ী আলমগীরের সাথে মাদক ব্যবসার মধ্য দিয়ে পরিচয় ঘটলে প্রেম থেকে বিয়ে হয়। সেই সূত্র ধরে আটকৃত আসিফ ও আলমগীর সম্পর্কে পিতা- পুত্র। এ বিষয়, মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানাগেছে।