দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী দশমিনা উপজেলায় দুই কেজি গাজা সহ এক জনকে আটক করেছে পুলিশ। গত শনিবার সন্ধ্যা ৭টায় উপজেলার বেতাগি সানকিপুর ইউনিয়নের আদমপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মোঃরাসেল(৩৮) দক্ষিন আদমপুর গ্রামের মৃত রুস্তুম আলী মৃধার ছেলে।
দশমিনা থানা সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান এর নেতৃত্বে এস আই মোঃ নুর হেসেন, এস আই মনিরুজ্জামান, এএস আই মাহাবুব ও সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে দুই কেজি গাজা সহ আটক করে।
দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, মোঃরাসেলকে তার নিজ এলাকা থেকে দুই কেজি গাজা সহ আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা হয়েছে। আগামী কাল রবিবার আদালতে প্রেরন করা হবে।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 

























