জ্ঞান অর্জনের বড় মাধ্যম বই পড়া অতএব বই পড়ুন আলোকিত সমাজ গড়ে তুলুন
মোহাম্মদ আককাস আলী : জ্ঞান অর্জনের বড় মাধ্যম বই পড়া অতএব বই পড়ুন আলোকিত সমাজ গড়ে তুলুন। যারা বই পড়ে তারা কখনোই মাদক সেবী হতে পারে না। তারা কখনোই সংঘাত সহিংসতার কাজে লিপ্ত থাকতে পারে না। বই পড়ুয়ারা অন্ধকার জগতের মানুষগুলোকে আলোর সন্ধান দেয়। শুক্রবার মহাস্থান প্রেসক্লাবে পুন্ড্র সাহিত্য সংসদের আয়োজনে দুই বাংলার কবি লেখকদের মিলন মেলায় অতিথি হিসাবে বক্তব্য প্রদানকালে এমন কথাগুলো বললেন বরেন্দ্র সাহিত্য-সংস্কৃতি পরিষদের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোহাম্মদ আককাস আলী। তিনি আরো বলেন, সাংবাদিক,কবি ও সাহিত্যিক কখনোই হিংসুটে হতে পারে না। কখনোই তারা লোভ-লালোসার ফাঁদে জড়িত হতে পারে না। মহাস্হান মাহিসাওয়ার ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক কবি আব্দুর রাজ্জাক রঞ্জুর সভাপতিত্বে পুন্ড্র সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের উপস্থাপনায় পশ্চিমবঙ্গের কবি সোমনাথ চক্রবর্তী, প্রণব বন্ধু লাহিড়ী,বগুড়া জাজীয় কবিতা পরিষদের সভাপতি কবি আজিজার রহমান তাজ,জনতা ডিগ্রি কলেজ সহকারী অধ্যাপক কবি তোফাজ্জল হোসেন মহাস্থান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস আই সুমন প্রমুখ। এছাড়া দেশের বিভিন্ন এলাকা থেকে কবিগণ উপস্থিত হয়ে কবিতা আবৃত্তির মধ্য দিয়ে মিলন মেলাকে প্রাণবন্ত করে তোলে।