গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ: ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এর অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে বলে জানা গেছে। জানতে পারি, গত ২৮ জানুয়ারী ২০২১ ইং বৃহঃবার ত্রিশালের বৈলর মোড় থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ডিবির ওসি) শাহ কামাল আকন্দ জানান, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাঃ আহহার উজ্জামানের নির্দেশে ডিবি পুলিশ নিয়মিত মাদক বিরোধী অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় গতকাল বৃহঃবার ডিবি পুলিশের এসআই আলাউদ্দিন বাদল সংগীয় অফিসার ফোর্সসহ ত্রিশালের বৈলর মোড় থেকে একশত পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তারা হলো, মিনহাজ মিয়া ও মাজহারুল শেখ। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের হয়েছে। আজ শুক্রবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
 
 ডেইলী নিউজ বাংলা ডেস্ক
ডেইলী নিউজ বাংলা ডেস্ক								 

























