দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালী দশমিনা উপজেলায় ডায়রিয়া সংক্রামন রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে অর্ধ শতাধিক রোগী দশমিনা হাসপাতালে আসছেন। বেডের অভাবে অনেকে হাসপাতালের মেঝেতে থেকেই চিকিৎসা নিচ্ছেন। ডায়রিয়া রোগীর চাপে হিমশিম খেতে হচ্ছে হাসপাতালের ষ্টাফদের।
গতকাল শুক্রবার দশমিনা হাসপাতালে এরকম চিত্র পাওয়া গেছে। উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে গুরুতর অসুস্থ রোগী ভর্তি আছে ৭৯ জন এর মধ্যে ডায়রিয়া আক্রান্ত রোগী আছেন ৬০ জন। এদিকে করোনা আক্রান্ত রোগীদের জন্য ৫টি বেড বরাদ্দ থাকায় ৪৫ বেডের বিপরিতে হাসপাতালে ৮০/৮৫ জন রোগী ভর্তি থাকছেন সব সময়।
জরুরী গুরুতর অসুস্থ ও গুরুতর ডায়রিয়া আক্রান্ত রোগী ছাড়া দশমিনা হাসপাতালে ভর্তি নেওয়া হচ্ছে না। দশমিনা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মোস্তাফিজুর রহমান জানান, হাসপাতালে ওষুধ ও সেলাইনের সংকট নেই তবে অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতালে কর্মরত ষ্টাফদের।