ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
২০ বছর পর রায়: খ্রিস্টান সম্প্রদায়ের দুইজনকে হত্যায় ৪ জনের যাবজ্জীবন পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত  প্রশিক্ষণ কোর্স এর উদ্বোধন করলেন এসপি সাফিউল সারোয়ার দিনাজপুরের কৃতি সন্তান রোকমুনুর জামান রনি আবারও বেসিস সহায়ক কমিটিতে নির্বাচিত পদ্মার চরে বন্দুকযুদ্ধে নিহত ৩, গুলিবিদ্ধ ২ যাকেই মনোনয়ন দেওয়া হবে তার পক্ষে কাজ করতে হবে, তারেক রহমান আবারো ভালো কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কারে ভূষিত হলেন ওসি শাহিন রেজা  মাদকমুক্ত সমাজ গড়তে সামাজিক আন্দোলনের বিকল্প নেই–ইউএনও আরিফুজ্জামান  ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফেস্টিভ্যালে ইংরেজি বিতর্কে চ্যাম্পিয়ন সরকারি বালিকা বিদ্যালয় লালপুরে নারীর জাগরণ মঞ্চ করলেন- পুতুল নারীর অগ্রযাত্রায় জিয়া পরিবার ভূমিকা রেখেছে ঐতিহাসিকভাবে—অধ্যাপক শহীদুল

আ’লীগ সরকারই পটুয়াখালীকে অর্থনৈতিক জোনে পৌছাবে নৌ-প্রতিমন্ত্রী

মো.বেল্লাল হোসেন, দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি: আওমীলীগ সরকারই পটুয়াখালী জেলাকে দেশের অর্থনৈতিক জোনে পৌছবে  আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টায় ঘুনিঝড় ইয়াসের প্রভাবে ভাঙ্গন কবলিত দশমিনা  উপজেলা সদর ইউনিয়নের হাজির হাট এলাকা পরিদর্শনে এসে নৌ-পরিবহন মন্ত্রী খালিদ মাহামুদ চৌধুরি এমপি এ কথা বলেন।

তিনি আরও বলেন , ঢাকা- পায়রা বন্দর পর্যন্ত নদী খনন করা হবে অতিশ্রীঘই ,কারন দক্ষিনের মানুষের চলাচলের সহজ ও আরামদায়ক মাধ্যম হচ্ছে নৌ-পদ ।গত বুধবার পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা)
আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা জাতীয় সংসদে আর কোন দাবি নাই ত্রান  চাই না বেড়িবাধ চাই লেখা প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে বাজেট বক্তব্য প্রদান  সামাজিক যোগাযোগে ভাইরাল হওয়ার পর ঘূর্নিঝড় ইয়াসে প্রভাবে ভাঙ্গন  কবলীত এলাকা পরির্দশনে আসেন নৌ পরিবহন প্রতি মন্ত্রী খালিদ মাহামুদ  চৌধুরি এমপি।

মন্ত্রী নৌ- যোগে পটুয়াখালীর গলাচিপার লঞ্চন ঘাট, বোয়ালিয়া স্লুইগেট, পানপট্রি, বন্যাতলি ও দশমিনা উপজেলার রনগোপালদি ইউনিয়নের আউলিয়াপুর এলাকা পরিদর্শন শেষে নৌপথে ঢাকা উদ্দেশ্য ফিরে যান।
এসময় তার সাথে ছিলেন স্থানীয় সংসদ সদস্য এস,এম শাহজাদা, বিআইডাব্লুটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক,প্রধান প্রকৌশলী
মো, মহিদুল ইসলাম,মেরিন আতাহার আলী,প্রধান প্রকৌশলী ( ড্রেজিং) আব্দুল মতিন, মেম্বার (পরি,পরি) মো, দেলোয়ার হোসেন, পটুয়াখালীর নিবাহী প্রকৌশলী  মামুন অর রসিদ প্রমুখ ।

মন্ত্রী হাজির হাট এলাকায় আসলে তাতে ফুলেল শুভেচ্ছা জানান,দশমিনা উপজেলা নিবার্হী অফিসার মো. আল আমিন ,উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ইকবাল মাহমুদ লিটন,মহিলা ভাইস চেযারম্যান ডাঃ সামসুন্নাহার খান ডলি প্রমুখ। জাতীয় সংসদে সংসদ সদস্য এস,এম শাহজাদা দশমিনা- গলাচিপা উপজেলায় ফি বছর নদী ভাঙ্গনে ফসলি জমি ও বসতবাড়ি বিলীন হলেও ভাঙ্গন রোধে কার্যকরী পদক্ষেপ না নেয়ায় সেই দুরর্দশার চিত্র উপস্থাপন করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

২০ বছর পর রায়: খ্রিস্টান সম্প্রদায়ের দুইজনকে হত্যায় ৪ জনের যাবজ্জীবন

আ’লীগ সরকারই পটুয়াখালীকে অর্থনৈতিক জোনে পৌছাবে নৌ-প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ০৮:২৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুন ২০২১

মো.বেল্লাল হোসেন, দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি: আওমীলীগ সরকারই পটুয়াখালী জেলাকে দেশের অর্থনৈতিক জোনে পৌছবে  আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টায় ঘুনিঝড় ইয়াসের প্রভাবে ভাঙ্গন কবলিত দশমিনা  উপজেলা সদর ইউনিয়নের হাজির হাট এলাকা পরিদর্শনে এসে নৌ-পরিবহন মন্ত্রী খালিদ মাহামুদ চৌধুরি এমপি এ কথা বলেন।

তিনি আরও বলেন , ঢাকা- পায়রা বন্দর পর্যন্ত নদী খনন করা হবে অতিশ্রীঘই ,কারন দক্ষিনের মানুষের চলাচলের সহজ ও আরামদায়ক মাধ্যম হচ্ছে নৌ-পদ ।গত বুধবার পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা)
আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা জাতীয় সংসদে আর কোন দাবি নাই ত্রান  চাই না বেড়িবাধ চাই লেখা প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে বাজেট বক্তব্য প্রদান  সামাজিক যোগাযোগে ভাইরাল হওয়ার পর ঘূর্নিঝড় ইয়াসে প্রভাবে ভাঙ্গন  কবলীত এলাকা পরির্দশনে আসেন নৌ পরিবহন প্রতি মন্ত্রী খালিদ মাহামুদ  চৌধুরি এমপি।

মন্ত্রী নৌ- যোগে পটুয়াখালীর গলাচিপার লঞ্চন ঘাট, বোয়ালিয়া স্লুইগেট, পানপট্রি, বন্যাতলি ও দশমিনা উপজেলার রনগোপালদি ইউনিয়নের আউলিয়াপুর এলাকা পরিদর্শন শেষে নৌপথে ঢাকা উদ্দেশ্য ফিরে যান।
এসময় তার সাথে ছিলেন স্থানীয় সংসদ সদস্য এস,এম শাহজাদা, বিআইডাব্লুটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক,প্রধান প্রকৌশলী
মো, মহিদুল ইসলাম,মেরিন আতাহার আলী,প্রধান প্রকৌশলী ( ড্রেজিং) আব্দুল মতিন, মেম্বার (পরি,পরি) মো, দেলোয়ার হোসেন, পটুয়াখালীর নিবাহী প্রকৌশলী  মামুন অর রসিদ প্রমুখ ।

মন্ত্রী হাজির হাট এলাকায় আসলে তাতে ফুলেল শুভেচ্ছা জানান,দশমিনা উপজেলা নিবার্হী অফিসার মো. আল আমিন ,উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ইকবাল মাহমুদ লিটন,মহিলা ভাইস চেযারম্যান ডাঃ সামসুন্নাহার খান ডলি প্রমুখ। জাতীয় সংসদে সংসদ সদস্য এস,এম শাহজাদা দশমিনা- গলাচিপা উপজেলায় ফি বছর নদী ভাঙ্গনে ফসলি জমি ও বসতবাড়ি বিলীন হলেও ভাঙ্গন রোধে কার্যকরী পদক্ষেপ না নেয়ায় সেই দুরর্দশার চিত্র উপস্থাপন করেন।