মোঃ আরশেদ আলী
বস্তুত বিশ্বাস নেই-
নেই নির্ভরতার গা-ঢালা সুখ,
খোলা উঠোনে ঘুমুবার বুক নেই,
কথা দিয়ে কথা রাখার মুখ নেই,
স্পষ্ট অন্যায় জানার পরেও ক্ষোভ নেই,
মিথ্যা ছেড়ে সত্য পাবার লোভ নেই,
ভেজাল ছেড়ে খাঁটি দেবার লোক নেই,
ভালো-মনে দেখার মতো চোখ নেই ,
কর্মের মধ্যে ধর্ম থাকার মত নেই-
ভণ্ড মায়ার মধ্যে কোনো পথ নেই,
নষ্ট হয়ে কষ্ট করায় লাভ নেই,
ছেলেমেয়ে শাসন করার বাপ নেই,
অসৎ সঙ্গীর পাল্টে পড়লে মাপ নেই ,
শ্রেণিকক্ষে নৈতিক শিক্ষার পাঠ নেই,
খেলাধূলা করার মতো মাঠ নেই ,
কেনার সময় দ্রব্যমূল্য কম নেই,
গরিব ক্রেতার কেনার মতো দম নেই,
অফিস গেলে দেখবো সেথায় ফাইল নেই,
ধনী লোকের জমির কোনো আইল নেই ,
সারাবিশ্বে “নেই”-ডঙ্কা বাজে দমাদম,
তালে তালে নাচে সবার যম ।