1. zillu.akash@gmail.com : admi2017 :
  2. editor@dailynewsbangla.com : Daily NewsBangla : Daily NewsBangla
আকাশে মেঘের ভেলা - dailynewsbangla
শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০১:৫২ অপরাহ্ন

আকাশে মেঘের ভেলা

খন্দকার জালাল উদ্দীন
  • আপডেট টাইম : রবিবার, ৪ অক্টোবর, ২০২০

শরতের শিউলী ঝরা
সকাল বেলা
নদীর তীরে কাশ ফুলের
বসছে মেলা,
ধানের শীষে হিমেল
হাওয়ায় দোলে
মুক্তা ঝরা শিশির
মাটির কোলে।
সেই কবিতা তোমায় নিয়ে
লিখে ছিলাম কবে,
আধো ছায়ায় স্নিগ্ধ মায়ায়
বাতায়ন পাশে ভেজা ঘাসে দাঁড়ায়ে।
জোনাকির আলোয় দেখেছি তোমায়
এসে ছিলে ক্ষণিকের অতিথি হয়ে,
ভালবাসার স্মৃতিময় রাতে
জোছনা ধোয়া স্বস্বপ্ন নিয়ে।
এসে ছিলে এমনি প্রভাতে
শিশির ভেজা পথ বয়ে।
এই শরতের শেফালী ঝরা,
সাদা মেঘের ভেলায় ভেষে।
ফিরে এসেছে স্বপ্ন ঘেরা
সুভ্র সকাল বেলা,
সোনার আলোয় মুক্তা ছড়ায়
শিশির ভেজা ঘাসে।
নতুন পৃথিবী নব যৌবনা
কাশ ফুলের মেলা
প্রকৃতি জুড়ে বাতাসে উড়ে
আকাশে মেঘের ভেলা।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ