নুরুল হক রুনু, মদন (নেত্রকোণা): “খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন’’এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার মদনে ২২ এপ্রিল বৃহস্পতিবার জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হয়েছে।
বিশ্ব মহামারি কোভিড- ১৯ করোনাকালীন সময়ে স্বাস্থ্য বিধি মেনে স্বল্প পরিসরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর হল রুমে স্বাস্থ্য প্রশাসক ডাক্তার মোঃ হাসানূল হাসানের সভাপতিত্বে পুষ্টি সপ্তাহ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, ইউএনও বুলবুল আহমেদ, আবাসিক মেডিকেল অফিসার সাইম হাসান রিয়াদ, ইউপি চেয়ারম্যান ফকর উদ্দিন আহমেদ, রফিকুল ইসলাম চৌধুরী, সাফায়েত উল্লাহ রয়েল প্রমূখ। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্স এর বিভিন্ন বিভাগের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 
























