মহাদেবপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতাদের মাঝে পুরস্কার বিতরণ
মোহাম্মদ আককাস আলী :
সোমবার(১৩ অক্টোবর) নওগাঁর মহাদেবপুরে উপজেলা পাঠাগারে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে “পরিবেশ রক্ষায় ব্যক্তিগত উদ্যোগই সবচেয়ে গুরুত্বপূর্ণ ” শীর্ষক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে। শিবগঞ্জ উচ্চ বিদ্যালয় পক্ষে এবং জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজ বিপক্ষে অংশগ্রহণ করেন।
শিবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের জান্নাতুন ফেরদৌস, রিয়া রাণী ও সাম্মী আক্তার শাপলা এবং জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজের সাইমা আনিলা,উম্মে ফাতেহা ও তাহসিন নাজনীন তুবা অংশ নেন।
বিচারক হিসেবে জয়পুর ডাঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, কালুশহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বারিকুর রহমান ও সফাপুর ইউনিয়ন আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. তোজাম্মেল হক দায়িত্ব পালন করেন। মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. ফরিদুল ইসলাম।
এই বিতর্ক প্রতিযোগিতায় শিবগঞ্জ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজ রানার্স আপ হবার গৌরব অর্জন করে। শ্রেষ্ঠ বক্তা হিসেবে বিপক্ষ দলের তাহসিন নাজনীন তুবা নির্বাচিত হয়। ইউএনও মো. আরিফুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন।