বেনাপোল প্রতিনিধি |বেনাপোল বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে শার্শা উপজেলা ছাত্রলীগের পরিশ্রমী ছাত্রলীগ নেতা ডিকুল হোসেনের নেতৃত্বে কেক কাটা হয়
বুধবার ৪ই জানুয়ারি সকাল ১০ টার সময় বেনাপোল বাজারে কেক কেটে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে শার্শা উপজেলা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের তরুণ নেতাকর্মীরা।
৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রলীগ নেতা ডিকুল হোসেন বলেন জাতির জনক বঙ্গবন্ধুর হাতে গড়া ছাত্রলীগ ঐতিহ্য ও গৌরবের। আজ সেই সংগঠনের ৭৫ তম প্রতিষ্টাবার্ষিকি। ছাত্রলীগের যারা নেতৃত্ব দিবে তাদের বুঝতে হবে রাজনীতিতে আসা মানে অর্থ বিত্তর মালিক হতে হবে এটা নয়। ছাত্রলীগ আদর্শের রাজনীতি করবে। অন্য ছাত্র রাজনীতির মত ছাত্রলীগের রাজনীতি নয়। কারন জিয়াউর রহমান ছাত্র দলের হাতে দিয়েছিল অঢেল টাকা আর অস্ত্র। আর বঙ্গবন্ধু দিয়েছেন আদর্শ।ছাত্রলীগকে ব্যবহার করে প্রশ্নবিদ্ধ করা যাবে না। ছাত্রলীগের রাজনীতি পবিত্রতার সাথে করতে হবে। ছাত্রলীগ হচ্ছে নেতা বানানোর কারখানা। ছাত্রলীগ নেতা কর্মীরা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার যেকোন নির্দেশ পালনে শার্শা উপজেলা ছাত্রলীগের নেতা কর্মীরা সর্বদা প্রস্তত থাকবে ও কাধে কাধ মিলিয়ে কাজ করবে। জয় বাংলা জয় বঙ্গবন্ধু
এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বাহাদুরপুর ইউনিয়ন ছাত্রলীগের নেতা রিন্টু হোসেন আল আমিন বেনাপোল ইউনিয়ন ছাত্রলীগে নেতা তাজ উলাশী ইউনিয়ন ছাত্রলীগে নেতা সানি কায়বা ইউনিয়ন ছাত্রলীগের নেতা কবিরুল ইসলাম শার্শা উপজেলা ছাত্রলীগে নেতা রাসেল সুজন শান্ত রাহান সহ এ সময় বিভিন্ন ইউনিয়ন ও কলেজে ছাত্রলীগের অঙ্গ সংগঠনের উদ্যোগ দিবসটি উচ্ছ্বাস প্রকাশ করেন ছাত্রলীগের দলীয় ও বিভিন্ন পর্যায়ের ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।