ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
রাজশাহীতে খেলাপি ঋণ আদায়ে অগ্রণী ব্যাংকের ‘মিট দ্য বরোয়ার’ আয়োজন ভেড়ামারায় ৩১ দফা বাস্তবায়নের বিএনপির লিফলেট বিতরণ ভেড়ামারায় বিএনপি  ৩১ দফার লিফলেট বিতরণ ভেড়ামারা বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন গোদাগাড়ীতে জোরপূর্বক বাড়ী দখলের চেষ্টা ভেড়ামারায় মা সমাবেশ ও ফ্রি ক্লাসের উদ্ধোধন বোয়ালমারীতে মোটরসাইকেলকে বাসের ধাক্কা  কলেজ শিক্ষার্থী নিহত কুষ্টিয়ার দৌলতপুরে বিয়ে বাড়িতে দুর্ধর্ষ চুরি, লুটে নেওয়া হয়েছে ৫ লক্ষ টাকার মালামাল দৌলতপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চারটি বাড়ি, ৫০ লক্ষাধিক টাকার ক্ষতি দৌলতপুরে জমি সংক্রান্ত বিরোধে প্রবাসীর বাড়িতে হামলা, স্ত্রী ও সন্তানসহ আহত ৩

ভেড়ামারায়  সিএনজি -ট্রাক সংঘর্ষে গুরুতর আহত- ৩

ভেড়ামারায়  সিএনজি -ট্রাক সংঘর্ষে গুরুতর আহত- ৩

হেলাল মজুমদার কুষ্টিয়া

কুষ্টিয়া-পাবনা মহাসড়কের ১২ মাইলে রাস্তার পাশে  দাঁড়ানো ট্রাক ও  সিএনজির  সাথে সংঘর্ষে সিএনজি’র চালক দবির খা( ৩০)ও সিএনজির  যাত্রী  রুবাইয়া (৩০), সাথী খাতুন( ৪০) ও জুবাইদা (১৫) গুরুতর  আহত হয়েছেন। যাত্রী ও  সিএনজি চালকের বাম হাতের অবস্থা আশংকাজনক।

মঙ্গলবার(১৪ অক্টোবর) দুপুর ১২ টার  সময়  ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের ১২ মাইল মতিয়ার ফিলিং স্টেশনের  সামনে  দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, কুষ্টিয়া-পাবনা মহাসড়কে ১২ মাইল মতিয়ার ফিলিং স্টেশন  সামনে  গাংনী থেকে যাত্রীসহ ছেড়ে আসা সিএনজি এসে  কুষ্টিয়া- পাবনা  হাইওয়ে রাস্তার পাশে দাঁড়ানো অবস্হায়  ট্রাক যার নাম্বার ঢাকা মেট্রো -ট -২৪-৫৭০০ ট্রাক  টিকে সজরে  ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সিএনজি চালক ১, দবির খা  বাম  হাত সম্পন্ন কেটে পড়ে যায়। এবং সিএনজি ভেতরে বসে থাকা  যাত্রী সাথী খাতুন( ৪০),  রুবাইয়া (৩০)  যুবাইদা (১৫)গুরুতর আহত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মিজানুর রহমান বলেন  সিএনজি এবং ট্রাকের  সঙ্গে  সংঘর্ষ হয়েছে সিএনজি ড্রাইভার সহ তিন জন সিএনজি যাত্রী  গুরুতর আহত হয়েছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড  করা হয়েছে।

হাইওয়ে পুলিশ এস আই জয়দেব জানান, আহত যাত্রীদের ও সিএনজি চালককে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়েছে। গাড়িটি জব্দ করা হয়েছে এবং এ ব্যাপারে থানায় মামলার  প্রস্তুতি চলছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে খেলাপি ঋণ আদায়ে অগ্রণী ব্যাংকের ‘মিট দ্য বরোয়ার’ আয়োজন

ভেড়ামারায়  সিএনজি -ট্রাক সংঘর্ষে গুরুতর আহত- ৩

আপডেট টাইম : ০৩:৫৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

ভেড়ামারায়  সিএনজি -ট্রাক সংঘর্ষে গুরুতর আহত- ৩

হেলাল মজুমদার কুষ্টিয়া

কুষ্টিয়া-পাবনা মহাসড়কের ১২ মাইলে রাস্তার পাশে  দাঁড়ানো ট্রাক ও  সিএনজির  সাথে সংঘর্ষে সিএনজি’র চালক দবির খা( ৩০)ও সিএনজির  যাত্রী  রুবাইয়া (৩০), সাথী খাতুন( ৪০) ও জুবাইদা (১৫) গুরুতর  আহত হয়েছেন। যাত্রী ও  সিএনজি চালকের বাম হাতের অবস্থা আশংকাজনক।

মঙ্গলবার(১৪ অক্টোবর) দুপুর ১২ টার  সময়  ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের ১২ মাইল মতিয়ার ফিলিং স্টেশনের  সামনে  দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, কুষ্টিয়া-পাবনা মহাসড়কে ১২ মাইল মতিয়ার ফিলিং স্টেশন  সামনে  গাংনী থেকে যাত্রীসহ ছেড়ে আসা সিএনজি এসে  কুষ্টিয়া- পাবনা  হাইওয়ে রাস্তার পাশে দাঁড়ানো অবস্হায়  ট্রাক যার নাম্বার ঢাকা মেট্রো -ট -২৪-৫৭০০ ট্রাক  টিকে সজরে  ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সিএনজি চালক ১, দবির খা  বাম  হাত সম্পন্ন কেটে পড়ে যায়। এবং সিএনজি ভেতরে বসে থাকা  যাত্রী সাথী খাতুন( ৪০),  রুবাইয়া (৩০)  যুবাইদা (১৫)গুরুতর আহত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মিজানুর রহমান বলেন  সিএনজি এবং ট্রাকের  সঙ্গে  সংঘর্ষ হয়েছে সিএনজি ড্রাইভার সহ তিন জন সিএনজি যাত্রী  গুরুতর আহত হয়েছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড  করা হয়েছে।

হাইওয়ে পুলিশ এস আই জয়দেব জানান, আহত যাত্রীদের ও সিএনজি চালককে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়েছে। গাড়িটি জব্দ করা হয়েছে এবং এ ব্যাপারে থানায় মামলার  প্রস্তুতি চলছে।